পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Gandhi Vadra : 38 ঘণ্টা পার, বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে সরব প্রিয়ঙ্কা - প্রিয়াঙ্কা গান্ধি

গ্রেফতার করে রাজীব কন্যাকে রাখা হয়েছে সীতাপুরের গেস্ট হাউসে ৷ ওই গেস্ট হাউসকেই অস্থায়ী কারাগারে পরিণত করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ সোমবার আটক করার পর থেকে এই গেস্ট হাউসেই রাখা হয়েছে কংগ্রেস নেত্রীকে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় ৷

Priyanka Gandhi Vadra
বেআইনিভাবে 38 ঘণ্টা আটকে রাখার অভিযোগ প্রিয়ঙ্কার

By

Published : Oct 5, 2021, 10:05 PM IST

Updated : Oct 5, 2021, 10:32 PM IST

লখনউ, 5 অক্টোবর : লখিমপুরে যাওয়ার পথে সীতাপুরে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে গ্রেফতারের ঘটনায় যোগীর রাজ্যের পুলিশের তীব্র নিন্দা রাজনৈতিক মহলে ৷ প্রথমে আটক, তারপর গ্রেফতার ৷ 38 ঘণ্টা তাঁকে অবৈধভাবে আটকে রাখার অভিযোগ করলেন রাজীব কন্যা ৷

মঙ্গলবার ভোর সাড়ে চারটের সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে যোগীর রাজ্যের পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 151 ও 107 নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷ এদিন সন্ধ্য়ায় প্রিয়াঙ্কা এক বিবৃতিতে জানান, তাঁকে বেআইনিভাবে 38 ঘণ্টা আটকে রাখা হয় ৷ কোনও অর্ডার ছাড়ায় ডিএসপি পীযূষ কুমার সিং তাঁকে গ্রেফতার করেন বলেও জানান প্রিয়াঙ্কা ৷

সোমবার লখিমপুরে যাওয়ার পথে সীতাপুরে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ ৷ সেখানে একটি গেস্ট হাউসে তাঁকে গৃহবন্দি করে রাখা হয় ৷ সেই অবস্থাতেই তিনি টুইট করে মোদির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ৷ অবশেষে মঙ্গলবার ভোরে প্রিয়াঙ্কা গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ প্রিয়াঙ্কা-সহ 11 জন কংগ্রেস নেতার বিরুদ্ধে 144 ধারা লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে ৷

গ্রেফতার করে রাজীব কন্যাকে রাখা হয়েছে সীতাপুরের গেস্ট হাউসে ৷ ওই গেস্ট হাউসকেই অস্থায়ী কারাগারে পরিণত করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ সোমবার আটক করার পর থেকে এই গেস্ট হাউসেই রাখা হয়েছে কংগ্রেস নেত্রীকে ৷ আটক থাকা অবস্থাতেই প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ছাড়া পাওয়ার পর তিনি লখিমপুর খেরিতে শোকাহত কৃষক পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু মঙ্গলবার ভোরেই তাঁর গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : মমতার বার্তা নিয়ে লখিমপুরে তৃণমূলের সাংসদ দল

এদিকে লখিমপুরে কৃষক হত্যার ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিল সিপিএম ৷ এই ঘটনার জন্য চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রকে বরখাস্তের দাবি জানিয়েছে তারা ৷ যোগী রাজ্যে কৃষক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা ৷

Last Updated : Oct 5, 2021, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details