বারাণসী (উত্তরপ্রদেশ), 11 অক্টোবর:হিন্দু হৃদয় সম্রাট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) এমনটাই মনে করেন বিজেপি (BJP) কর্মী-সমর্থক ৷ সেই নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারাণসী থেকে পালটা ধর্মীয় স্লোগান তুললেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ রাজনীতির ময়দানে বিজেপিকে ঠেকাতে তিনি শরণাপন্ন হলেন মা দুর্গার (Goddess Durga)৷ মঞ্চ থেকে স্লোগান তুললেন ‘জয় মাতা দি’ (Jai Mata Di) ৷
আরও পড়ুন :Amit Shah on Modi : সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ : শাহ
রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi) কৃষকদের সমর্থনে একটি সভার আয়োজন করা হয় ৷ সেখানে বক্তৃতার শুরুতে রাজীব-তনয়া বলেন, ‘‘আমি উপোস করে আছি এবং আমি মায়ের স্তুতি করার পর বক্তৃতা শুরু করব ৷’’ এর পরই সংস্কৃতে তিনি দু’টি শ্লোক আওড়ান ৷ আর ‘জয় মাতা দি’ স্লোগান দেন ৷ সভায় উপস্থিত কর্মী-সমর্থকদেরও তিনি একই স্লোগান দিতে অনুরোধ করেন ৷ জনতাও তাঁকে অনুসরণ করেন ৷
মহাপঞ্চমীর দিন বারাণসীতে দাঁড়িয়ে কংগ্রেসের (Congress) অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য রয়েছে ৷ কারণ, একদিকে বারাণসীকে হিন্দুরা ধর্মীয়ভাবে পবিত্র শহর বলে মনে করেন ৷ তাছাড়া সেখান থেকেই 2014 ও 2019 সালে ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি ৷ তার উপর আর কয়েকমাস পরই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷
আরও পড়ুন :Priyanka Gandhi Vadra : লখনউয়ে এসেও লখিমপুরে যাননি প্রধানমন্ত্রী, মোদিকে তুলোধনা প্রিয়াঙ্কার
আর ভারতীয় রাজনীতিতে, বিশেষ করে গো-বলয়ে বিজেপির উত্থান রামমন্দির আন্দোলন (Ram Mandir) ও ‘জয় শ্রীরাম’ স্লোগানকে সামনে রেখে ৷ প্রতিটি ভোটেই তারা ‘মন্দির ওঁহি বানায়েঙ্গে’ স্লোগান দিয়ে রাম-ভক্তদের মন জয় করেছে ৷ কিন্তু এবার সেই সুযোগ নেই ৷ রামমন্দিরের নির্মাণ কাজ শুরু করেছেন ৷