রায়পুর, 26 ফেব্রুয়ারি:রায়পুরে কংগ্রেসের 85 তম প্লেনারি সেশনের (congress Plenary Session) মঞ্চে বিরোধী জোটের কথা শোনা গেল প্রিয়াঙ্কা গান্ধির মুখে (Priyanka Gandhi) ৷ 2024 লোকসভা নির্বাচনে বিজেপি'কে হারাতে সমমনস্ক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা ৷ দিনকয়েক আগেই মেঘালয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী জোটের প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেই নিরিখে রবিবার দলের মঞ্চ থেকে প্রিয়াঙ্কার ওই জোটের পক্ষে সওয়াল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Priyanka Gandhi calls for opposition unity) ৷
তবে এই বিরোধী জোট গঠনে কংগ্রেসেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন তাও মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ মতপার্থক্য সরিয়ে তিনি একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব ও অন্যান্য বিরোধী দলের নেতাদের কাছে ৷ প্রিয়াঙ্কা এদিন বলেন, "আমাদের সামনে এখন একটি বড় প্রতিকূলতা রয়েছে ৷ আমারা সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়তেই এখানে মিলিত হয়েছি ৷ মতপার্থক্য ও অভিযোগ দূরে সরিয়ে রেখে আমাদের একজোট হয়ে সেই প্রতিকূলতার সম্মুখীন হতে হবে ৷"