পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Gandhi Vadra : বিদ্যুতের বিলের নামে জনগণকে লুটছে যোগী সরকার, তোপ প্রিয়াঙ্কার - Yogi Adityanath

উত্তরপ্রদেশে এক শ্রমিককে 19 কোটি টাকার বিদ্যুতের বিল পাঠানো হয়েছে ৷ সেই সংক্রান্ত একটি খবরের শিরোনাম-সহ টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷

priyanka gandhi attacks yogi government on electricity bill issue
Priyanka Gandhi Vadra : বিদ্যুতের বিলের নামে জনগণকে লুটছে যোগী সরকার, তোপ প্রিয়াঙ্কার

By

Published : Oct 30, 2021, 1:01 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর : বিদ্যুতের বিল নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে (Uttar Pradesh Yogi Government) আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ শনিবার তিনি অভিযোগ করেন, বিজেপি (BJP) শাসিত ওই রাজ্যে বিদ্যুতের বিলের নামে সাধারণ মানুষকে লুট করা হচ্ছে ৷ একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, উত্তরপ্রদেশে তাঁর দল সরকারে এলে সেখানকার মানুষের এই দুর্দিন শেষ হবে ৷

আরও পড়ুন :Narendra Modi in Vatican : মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদীর, নেপথ্যে কি গোয়ার রাজনীতি !

আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে যোগী সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস ৷ ময়দানে নেমেছেন স্বয়ং প্রিয়াঙ্কা ৷ ইতিমধ্যে তিনি ভোটে 40 শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ পাশাপাশি যোগী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলছেন তিনি ৷

আরও পড়ুন :Corona in India : করোনার দৈনিক সংক্রমণ 14 হাজারে, কমেছে মৃত্যু

শনিবারও যেমন তুললেন ৷ এদিন একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনামকে হাতিয়ার করে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের সমালোচনা করেন প্রিয়াঙ্কা ৷ ওই খবরে দাবি করা হয়েছে যে এক শ্রমিককে 19 কোটি টাকা বিদ্যুতের বিল পাঠিয়েছে ৷

যা নিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘বিদ্যুতের বিল ও স্মার্ট মিটারের ঘূর্ণিপাকে ঘুরছে রাজ্যের সাধারণ মানুষ ৷ আর বিজেপির শাসনে লুট চলছে ৷’’

আরও পড়ুন :Mamata Banerjee : কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

ABOUT THE AUTHOR

...view details