নয়াদিল্লি, 30 অক্টোবর : বিদ্যুতের বিল নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে (Uttar Pradesh Yogi Government) আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ শনিবার তিনি অভিযোগ করেন, বিজেপি (BJP) শাসিত ওই রাজ্যে বিদ্যুতের বিলের নামে সাধারণ মানুষকে লুট করা হচ্ছে ৷ একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, উত্তরপ্রদেশে তাঁর দল সরকারে এলে সেখানকার মানুষের এই দুর্দিন শেষ হবে ৷
আরও পড়ুন :Narendra Modi in Vatican : মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদীর, নেপথ্যে কি গোয়ার রাজনীতি !
আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে যোগী সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস ৷ ময়দানে নেমেছেন স্বয়ং প্রিয়াঙ্কা ৷ ইতিমধ্যে তিনি ভোটে 40 শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ পাশাপাশি যোগী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলছেন তিনি ৷