নয়াদিল্লি, 13 ডিসেম্বর : গরু নিয়ে রাজনীতি করার অভিযোগ বারবার ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু বিজেপি শাসিত রাজ্যে গরুর উপর অবিচারের অভিযোগ তুললেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (priyanka gandhi alleges that up cows are victims of cruelty inhumanity in gaushalas) ৷
এই নিয়ে তিনি কাঠগড়ায় তুলেছেন উত্তরপ্রদেশের যোগী সরকারকে (Priyanka Attacks Yogi Government) ৷ তিনি মনে করেন, এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা ৷
সোমবার এই নিয়ে একটি টুইট করে কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা ৷ সেখানে তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে তুলে ধরেন ৷ যেখানে দাবি করা হয়েছে যে, উত্তরপ্রদেশের বান্দায় গোয়ালঘরগুলির অবস্থা এতটাই খারাপ যে সেখানে একাধিক গরুকে একসঙ্গে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হয়েছে ৷