পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Attacks Yogi Government : যোগী-রাজ্যে জীবিত গরুদের মাটি চাপা, টুইটে সরব প্রিয়াঙ্কা - Latest News on Yogi Adityanath

উত্তরপ্রদেশের বান্দায় বেশ কিছু গরুকে গোশালা থেকে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে টুইটারে ওই রাজ্যের যোগী আদিত্যনাথের সরকারের সমালোচনা করেছেন (Priyanka Attacks Yogi Government) প্রিয়াঙ্কা ৷

priyanka gandhi alleges that up cows are victims of cruelty inhumanity in gaushalas
Priyanka Attacks Yogi Government : যোগী-রাজ্যে অবিচারের স্বীকার গরু, অভিযোগ প্রিয়াঙ্কার

By

Published : Dec 13, 2021, 3:48 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : গরু নিয়ে রাজনীতি করার অভিযোগ বারবার ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু বিজেপি শাসিত রাজ্যে গরুর উপর অবিচারের অভিযোগ তুললেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (priyanka gandhi alleges that up cows are victims of cruelty inhumanity in gaushalas) ৷

এই নিয়ে তিনি কাঠগড়ায় তুলেছেন উত্তরপ্রদেশের যোগী সরকারকে (Priyanka Attacks Yogi Government) ৷ তিনি মনে করেন, এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা ৷

সোমবার এই নিয়ে একটি টুইট করে কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা ৷ সেখানে তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে তুলে ধরেন ৷ যেখানে দাবি করা হয়েছে যে, উত্তরপ্রদেশের বান্দায় গোয়ালঘরগুলির অবস্থা এতটাই খারাপ যে সেখানে একাধিক গরুকে একসঙ্গে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হয়েছে ৷

এই ঘটনার জেরে প্রিয়াঙ্কার দাবি, উত্তরপ্রদেশের গোয়ালঘরগুলির অবস্থা খারাপ ৷ তাই সেখানে গরুর উপর অবিচার চলছে ৷ যোগী সরকারের কাছে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবদিহি চাওয়া উচিত ৷ কারণ, তিনি আজ উত্তরপ্রদেশেই রয়েছেন ৷

প্রসঙ্গত, আজ বারাণসীতে কাশী বিশ্বনাথ ধামের পুননির্মাণের পর উদ্বোধন হয়েছে ৷ উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ সেই কারণে প্রিয়াঙ্কা মোদিকে উদ্দেশ্য করে টুইট করেছেন ৷

আরও পড়ুন :UP Free Ration with Modi Yogi photo : ফ্রি রেশনের খাবারের প্যাকেটে মোদি-যোগীর ছবি, তোপ কংগ্রেসের

এদিকে বান্দার ইস্যুতে সেখানকার জেলাশাসক অনুরাগ প্যাটেল জানিয়েছেন সেখান থেকে 134টি গরু ও অন্য গবাদি পশুকে সরানো হয়েছে ৷ সেগুলিকে নারায়ণী ও আরও চারটি অস্থায়ী গোশালায় রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details