নয়াদিল্লি, 29 মে :করোনা আবহে অক্সিজেনের ঘাটতির জন্য ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ শনিবার তিনি বলেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পরও অক্সিজেনের রফতানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি ৷’’ বস্তুত, 2020 সালের তুলনায় চলতি বছর মেডিক্য়াল অক্সিজেনের রফতানি বেড়েছে 700 শতাংশ ৷
এদিন একটি ফেসবুক পোস্ট করেন প্রিয়াঙ্কা ৷ তাতে তিনি লেখেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের প্রায় প্রত্য়েকটি রাজ্যকেই অক্সিজেনের অভাবে ভুগতে হয়েছে ৷ এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা উল্লেখ করেন, অক্সিজেন ও হাসপাতালের শয্যার জন্য গোটা দেশে হাহাকার পড়ে গিয়েছিল ৷ এমনকী সাহায্যের আশায় সোশ্য়াল মিডিয়ার দ্বারস্থ হতে হয়েছে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের ৷
কেন্দ্রের উদ্দেশ্য়ে প্রিয়াঙ্কার ঝাঁঝাল প্রশ্ন, ‘‘প্রবল শ্বাসকষ্টে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের ৷ আর বাকিরা শুধু অসহায়ভাবে সেই ঘটনার সাক্ষী থেকেছেন ৷ ন্যূনতম চিকিৎসা না পেয়ে বহু মানুষ তাঁর প্রিয়জনকে হারিয়েছেন ৷ ভারতের হাসপাতালগুলিতে অক্সিজেনের এই অভাবের জন্য দায়ী কে ?’’
আরও পড়ুন :সংকটমোচন সোনু, জুনেই অন্ধ্রের 2 হাসপাতালে খুলছেন অক্সিজেন প্ল্যান্ট
প্রিয়াঙ্কার দাবি, ভারতে অক্সিজেনের উৎপাদন অপ্রতুল নয় ৷ গত শতাব্দীর পাঁচ ও ছয়ের দশকেই জওহরলাল নেহরুর সরকার অক্সিজেন উৎপাদনে জোর দিয়েছিল ৷ ভারত চাইলে প্রতিদিন অনায়াসে 7 হাজার 500 মেট্রিক টন মেডিক্য়াল অক্সিজেন তৈরি করতে পারে ৷ প্রিয়াঙ্কার সাফ কথা, মোদি সরকার অক্সিজেনের রফতানি বাড়াতেই দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে ৷ প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয়েছে অসংখ্য দেশবাসীকে ৷