নয়াদিল্লি, 30 অগস্ট: অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার করার সুপারিশ করল লোকসভার বিশেষাধিকার বা প্রিভিলেজ কিমিটি ৷ বুধবার বেলা সাড়ে 12টার নাগাদ প্রিভিলেজ কিমিটির সামনে বয়ান রেকর্ড করার জন্য যান লোকসভার বিরোধী দলের নেতা ৷ কমিটির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তাঁর ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেছেন ৷ এমনকি তিনি জানিয়েছেন, কারও ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷ সেই কারণেই অধীরের সাসপেনশন প্রত্যাহার করার সুপারিশ জানিয়ে দ্রুত অধ্যক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে ৷
এ মাসের শুরুতে লোকসভায় বাদল অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ৷ সেই অনাস্থা নিয়ে আলোচনার সময় অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার উদ্দেশ্যে অসাংবিধানিক আচরণ করেছেন ৷ এই অভিযোগে অধ্যক্ষ ওম বিড়লার কাছে অধীরের সাসপেনশন চেয়ে একটি প্রস্তাব পেশ করেন প্রহ্লাদ জোশী ৷ সেই প্রস্তাবের নিরিখে অধিবেশন কক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে অধ্যক্ষ সাংসদ অধীর চৌধুরীকে সাসপেন্ড করেন ৷ সেই সঙ্গে অধীর চৌধুরী দোষী কিনা, তা তদন্তভার যায় লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে ৷ সেই তদন্ত প্রক্রিয়ায় আজ অধীর চৌধুরী প্রিভিলেজ কমিটির সামনে হাজিরা দেন ৷
এ নিয়ে প্রিভিলেজ কমিটি একটি অ্যাজেন্ডা প্রকাশ করেছিল ৷ সেখানে বলা হয়, ‘‘মৌখিক প্রমাণের উপর ভিত্তি করে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে গত 10 আগস্ট 2023 তারিখে হাউস দ্বারা গৃহীত প্রস্তাব/রেজোলিউশনে অধিবেশনের কাজ থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ বিষয়টির বিস্তারিত তদন্ত করে, তা হাউসে রিপোর্ট করার জন্য প্রিভিলেজস কমিটির কাছে রেফার করা হয়েছে ৷’’