মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা মুম্বই, 14 সেপ্টেম্বর: মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান ৷ অবতরণের সময় দুর্ঘটনার কবলে ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট 45 এয়ারক্রাফ্ট ৷ বিশাখাপত্তনম থেকে মুম্বইগামী বিমানটিতে 6 জন যাত্রী ও 2 জন ক্রু মেম্বার ছিলেন ৷ রানওয়ে 27-এ অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি ৷
বিমানটি অবতরণের সময় ভারি বৃষ্টি হচ্ছিল ৷ ফলে দৃশ্যমানতা ছিল 700 মিটার । সে কারণেই দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে ৷ ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের রানওয়ে 27-এ নামার চেষ্টা করছিল বিমানটি ৷ তখনই সম্ভবত রানওয়ে বৃষ্টিভেজা থাকায় পিছলে যায় বিমানটি ৷ দুর্ঘটনার অভিঘাতে দু’টকরো হয়ে যায় ভিএসআর ভেঞ্চারসের বিমান ৷
ডিসিজিএ’র (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) তরফ থেকে জানানো হয়েছে, এখনও হতাহতের কোনও খবর নেই ৷ এদিন দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায় ৷ তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষর উদ্ধারকারী দল রানওয়েতে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ৷ একই সঙ্গে জানানো হয়েছে, বিকেল 5টা 45 মিনিট নাগাদ দমকল বিভাগকে দুর্ঘটনার বিষয়ে জানিয়ে সাহায্য চাওয়া হয় ৷
8 সওয়ারী নিয়ে পিছলে দু’টুকরো হয়ে গেল বিমান! ছত্রপতি শিবাজি মহারাজ এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিন জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পূর্ব আন্ধেরির ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷ বিমানে কোনও ভিআইপি ছিলেন না ৷ ভিএসআর ভেঞ্চারসের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ভিএসআর এভিয়েশন হল একটি নয়াদিল্লি-ভিত্তিক সংস্থা যা কর্পোরেট ভ্রমণকারীদের এবং অন্যান্যদের ‘নিরাপদ’ এবং ‘সাশ্রয়ী’ বিমান ভ্রমণের সুযোগ করে দেয় ।
আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! জরুরি অবতরণ এয়ার এশিয়ার