বরেলি, 19 ডিসেম্বর:বছর শেষের মুখে পারদ নামতেই ঠান্ডায় কাবু দেশবাসী ৷ আর ঠান্ডা পড়লেই স্নান না করার প্রবণতা দেখা যায় অনেক বাচ্চাদের মধ্যে ৷ বিশেষ করে সকালে স্নান না করেই স্কুলে পৌঁছে যায় ছাত্রছাত্রীরা ৷ এমন পড়ুয়াদের শিক্ষা দিতে দেখা গেল বরেলির ফরিদপুর থানা এলাকার একটি স্কুলে ৷ ছাত্রদের শৃঙ্খলার পাঠ শেখানোর জন্য তাদের স্কুল চত্বরেই দাঁড়িয়ে থেকে স্নান করালেন খোদ প্রিন্সিপাল ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির ছত্রপতি শিবাজি ইন্টার কলেজ স্কুলের ৷ প্রিন্সিপাল রণবিজয় সিং যাদব নিজেই ঘটনার ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ মুহূর্তের মধ্যে যা হয়েছে ভাইরাল ৷ ঠান্ডায় স্নানের ভয় দূর করতে এই পদক্ষেপ বলে দাবি এই প্রিন্সিপালের ৷
জানা গিয়েছে, সোমবার বরেলির ফরিদপুর থানা এলাকার ছত্রপতি শিবাজি ইন্টার কলেজ স্কুলে প্রার্থনা চলছিল ৷ সেসময় শিক্ষকেরা পড়ুয়াদের জিজ্ঞেস করেন যে কারা কারা স্কুলে স্নান না করে এসেছে ৷ যার জবাবে কিছু শিশু হাত তুলে জানায় যে তারা স্নান করেনি । সেইসব শিশুদের স্নান করে না আসার কারণ জানতে চাওয়া হয় শিক্ষকদের তরফে ৷ তখন পড়ুয়ারা স্নান না করার জন্য ঠান্ডাকেই দায়ী করে ।