পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Japan PM in India: দু'দিনের সফরে দিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

দু'দিনের সফরে দিল্লিতে এলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japan Prime Minister Fumio Kishida) । তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফুমিও কিশিদার বৈঠকে ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷

Fumio Kishida arrives in India on two days visit
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

By

Published : Mar 20, 2023, 10:56 AM IST

নয়াদিল্লি, 20 মার্চ: দু'দিনের সফরে ভারতে এসে পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japan Prime Minister Fumio Kishida) । সোমবার সকালে দিল্লি বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Union Minister Rajeev Chandrasekhar) তাঁকে স্বাগত জানান । এই দু'দিনের সফরে কিশিদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্যে জাপানের ইন্দো-প্যাসিফিক কৌশল এবং নতুন প্রতিরক্ষা নীতি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ।

জানা গিয়েছে, 15 বছর আগে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ভারতে এসেছিলেন। সেসময় প্রথমবার ইন্দো-প্যাসিফিক সহযোগিতার কথা বলেছিলেন তিনি । সূত্রের খবর, দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে হাঁটবেন ৷ তাঁরা সেখানে থাকা গৌতম বুদ্ধের সময়কার গভীর শিকড়-সহ বাল বোধি গাছ দর্শন করবেন ৷

প্রসঙ্গত, ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক 2000 সালে 'গ্লোবাল পার্টনারশিপ', 2006 সালে 'স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ' এবং 2014 সালে 'স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ'-এর মধ্য দিয়ে সুদৃঢ় হয় । দুটি দেশ 2006 সাল থেকে নিয়মিত বার্ষিক শীর্ষ সম্মেলন করেছে । 2022 সালে নয়াদিল্লিতে সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল । সেখানে জাপানের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ বিবৃতি দেবেন । কিশিদা টুইট করে জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন । আর আগে বিদেশ মন্ত্রক 10 মার্চ জানিয়েছিল যে উভয় দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যুতে কথা বলবেন ।

কিশিদা আগেই বলেছেন, তিনি ভারত সফরে এসে মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য নতুন পরিকল্পনার কথা ঘোষণা করবেন । দুই দেশের প্রধানমন্ত্রী মুক্ত ইন্দো-প্যাসিফিকের ভবিষ্যত সম্পর্কে আলোচনা করবেন । এর আগে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি প্রেস বিবৃতিতে বলেন, "জাপান একটি 'খুব গুরুত্বপূর্ণ অংশীদার'। মত বিনিময়ের ক্ষেত্রে ভারত সবসময়ই এগিয়ে আসে ।" তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর জাপানি প্রতিপক্ষের মধ্যে আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনও তথ্য জানাননি ।

আরও পড়ুন:সপ্তাহের শুরুতেই কর্ণাটকে রাহুল গান্ধি, যোগ দেবেন যুবশক্তি সমাবেশে

ABOUT THE AUTHOR

...view details