কলকাতা, 7 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বন্ধু ৷ শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে এই কথা বারবার বলতে শোনা গিয়েছে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ অবশ্যই নাম উল্লেখ না করে ৷ এমনকি, লোকসভায় বক্তৃতা দিতে গিয়েও মোদির বন্ধুর প্রসঙ্গ টেনেছেন ওয়েনাড়ের সাংসদ ৷
শুক্রবার সেই আদানিকেই দেখা গেল তাঁর দলের হেভিওয়েট নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Rajasthan CM Ashok Gehlot) পাশে ৷ ওই রাজ্যের শিল্প সম্মেলনে এদিন হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার ৷ কংগ্রেস শাসিত ওই রাজ্যে বিনিয়োগেরও আশ্বাস দিয়েছেন ৷ তাঁর প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী গেহলতের মুখে ৷ বারবার আদানিকে গৌতম ভাই বলেও উল্লেখ করেছেন তিনি ৷
স্বাভাবিক ভাবেই এই নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি ৷ রাহুলের বিরুদ্ধে এমন অস্ত্র পেয়ে নীরব থাকেনি মোদির দল ৷ বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেছেন এই নিয়ে ৷ এই পদক্ষেপ আসলে রাহুলের বিরুদ্ধে গেহলতের বিদ্রোহ বলে কটাক্ষ করেছেন তিনি ৷
রাজনৈতিক মহল বলছে, এই বিতর্ক স্বাভাবিক ৷ কারণ, সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধি দুই ভারতের তত্ত্ব তুলে ধরেছিলেন ৷ যার একদিকে ছিল ধনীদের কথা ৷ সেই তালিকায় বারবার মোদির দুই বন্ধুর কথা বলেছেন ৷ নাম বললেও ইংরেজির এ-এ অক্ষরের মাধ্যমে বুঝিয়েছেন যে তাঁর নিশানা আসলে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি ৷