পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gautam Adani: শিল্প সম্মেলনে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ‘মোদির বন্ধু’ আদানি

শুক্রবার রাজস্থানে ছিল শিল্প সম্মেলন ৷ সেখানে হাজির ছিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ৷ কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Rajasthan CM Ashok Gehlot) আমন্ত্রণেই তিনি সেখানে হাজির ছিলেন ৷ এই নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ করেছে বিজেপি ৷

Prime Minister Narendra Modi's friend Gautam Adani spotted beside Congress-ruled state Chief Minister in Business Summit
Goutam Adani: শিল্প সম্মেলনে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ‘মোদির বন্ধু’ আদানি

By

Published : Oct 7, 2022, 7:05 PM IST

কলকাতা, 7 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বন্ধু ৷ শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে এই কথা বারবার বলতে শোনা গিয়েছে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ অবশ্যই নাম উল্লেখ না করে ৷ এমনকি, লোকসভায় বক্তৃতা দিতে গিয়েও মোদির বন্ধুর প্রসঙ্গ টেনেছেন ওয়েনাড়ের সাংসদ ৷

শুক্রবার সেই আদানিকেই দেখা গেল তাঁর দলের হেভিওয়েট নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Rajasthan CM Ashok Gehlot) পাশে ৷ ওই রাজ্যের শিল্প সম্মেলনে এদিন হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার ৷ কংগ্রেস শাসিত ওই রাজ্যে বিনিয়োগেরও আশ্বাস দিয়েছেন ৷ তাঁর প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী গেহলতের মুখে ৷ বারবার আদানিকে গৌতম ভাই বলেও উল্লেখ করেছেন তিনি ৷

স্বাভাবিক ভাবেই এই নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি ৷ রাহুলের বিরুদ্ধে এমন অস্ত্র পেয়ে নীরব থাকেনি মোদির দল ৷ বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেছেন এই নিয়ে ৷ এই পদক্ষেপ আসলে রাহুলের বিরুদ্ধে গেহলতের বিদ্রোহ বলে কটাক্ষ করেছেন তিনি ৷

রাজনৈতিক মহল বলছে, এই বিতর্ক স্বাভাবিক ৷ কারণ, সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধি দুই ভারতের তত্ত্ব তুলে ধরেছিলেন ৷ যার একদিকে ছিল ধনীদের কথা ৷ সেই তালিকায় বারবার মোদির দুই বন্ধুর কথা বলেছেন ৷ নাম বললেও ইংরেজির এ-এ অক্ষরের মাধ্যমে বুঝিয়েছেন যে তাঁর নিশানা আসলে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি ৷

ফলে সেই আদানিকেই যদি সাদরে কংগ্রেস শাসিত রাজ্যের শিল্প সম্মলনে আমন্ত্রণ করে আনা হয় ৷ মুখ্যমন্ত্রী তথা হেভিওয়েট কংগ্রেস নেতার পাশের আসনে বসানো হয় ৷ তাহলে রাহুল গান্ধির পক্ষে অস্বস্তি হওয়া স্বাভাবিক ৷ তাই অমিত মালব্য সুযোগ বুঝে কটাক্ষ করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাহুল গান্ধিকে আম্বানি ও আদানির বিরুদ্ধে চুপ করে যেতে বলছেন ৷

প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে খবরে ছিলেন অশোক গেহলত ৷ তিনি মনোনয়ন জমা দেবেন বলে শোনা গিয়েছিল ৷ কিন্তু তাঁর অনুগামীদের মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে কার্যত দাবি তুলেছিলেন ৷ তারপর তিনি সভাপতিত্বের দৌড় থেকে সরে যান ৷

আর তার পরই আদানিকে পাশে নিয়ে তাঁর এই শিল্প সম্মেলন রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অমিত মালব্য সেই বিষয়টিকে উস্কে দিয়ে গেহলত ও গান্ধিদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছেন ৷

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর কুর্সি কি হারাবেন অশোক গেহলত ? শুরু জল্পনা

ABOUT THE AUTHOR

...view details