কলকাতা, 30 অগস্ট : রবিবার রাতে প্রয়াত হয়েছেন কিংবদন্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ ৷ বাঙালি সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন টুইট করে শোকপ্রকাশ করেন তিনি ৷
মোদি লেখেন, "বুদ্ধদেব গুহর লেখা বহুস্তরীয় ৷ যেখানে প্রকাশ পেয়েছে পরিবেশ প্রকৃতির প্রতি তাঁর গভীর সংবেদনশীলতা ৷ একাধিক প্রজন্ম তাঁর সাহিত্যকে উপভোগ করেছে ৷ বিশেষত তরুণপ্রজন্ম ৷ বুদ্ধদেব গুহর প্রয়াণ সাহিত্য জগতের বড় ক্ষতি ৷ সমবেদনা রইল তাঁর পরিবার ও ভক্তদের প্রতি৷ ওম শান্তি ৷"