পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: 28 মে সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি - চলতি মাসের শেষে লোকসভার নতুন ভবনের

চলতি মাসের শেষে লোকসভার নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
প্রধানমন্ত্রী মোদি

By

Published : May 18, 2023, 9:25 PM IST

Updated : May 19, 2023, 12:17 AM IST

নয়াদিল্লি, 18 মে:চলতি মাসের শেষে লোকসভার নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 28 মে প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ লোকসভা সচিবালয় সূত্রে খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ৷ পাশাপাশি নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ। লোকসভা সচিবালয়ের তরফে জানা গিয়েছে, নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে ৷ নতুন ভবনটি স্বনির্ভর ভারতের চেতনার প্রতীক হিসাবেও বর্ণনা করেছেন অধ্যক্ষ ৷

নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল দুই বছর আগে। নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা দেশের অন্যতম পাওয়ার করিডোর বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার সংস্কার, কেন্দ্রীয় সরকারের সচিবালয়, প্রধানমন্ত্রীর নতুন কার্যালয়ের পাশাপাশি বাসভবন এবং নতুন উপরাষ্ট্রপতি ভবন তৈরি করা ছিল এই প্রকল্পের অন্তর্ভুক্ত ৷ চলতি বছরের মার্চের শুরুতেই প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদ ভবন পরিদর্শন করেছিলেন ৷ ভবন পরিদর্শনের সঙ্গেই কর্মীদের সঙ্গেও মতবিনিময় করতে দেখা গিয়েছিল তাঁকে। সংসদের উভয় কক্ষে আসা-যাওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী মোদি।

লোকসভা সচিবালয় সূত্রে খবর, নতুন সংসদ ভবনটি অত্যাধুনিক এবং সম্পূর্ণ প্রযুক্তি-চালিত ৷ এই ভবনের অন্দরে বিভিন্ন মন্ত্রকের কার্যালয় এবং একাধিক সম্মেলন কক্ষেরও বন্দোবস্ত করা হয়েছে ৷ বিভিন্ন আর্টওয়ার্কের পাশাপাশি আলংকারিক প্রদর্শনের মাধ্যমে ভারতীয় নীতির শিকড়ে থাকার পাশাপাশি, নতুন ভবনে আঞ্চলিকতার ছোঁয়াও রয়েছে ৷ শোভা পেয়েছে বিভিন্ন লোকসংস্কৃতির খণ্ডচিত্রও ৷ জানা গিয়েছে, এই সংসদ ভবনে তিনটি ভারতীয় সংস্কৃতির গ্যালারিও রাখা হয়েছে। একটি গ্যালারিতে সমস্ত ভারতীয় রাজ্যের মাটি থেকে প্রামাণিকভাবে তৈরি মৃৎশিল্পের সঙ্গে বিভিন্ন বস্ত্রের ইনস্টলেশন প্রদর্শন করা হবে। অন্য একটি গ্যালারি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্পর্শ করে ভারতের আইকনিক স্মৃতিস্তম্ভগুলি প্রদর্শন করবে। এই ভবন নির্মাণে খরচ হয়েছে 790 কোটি ৷

এই সেন্ট্রাল ভিস্তা তৈরি নিয়েও বিরোধীদের বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল কেন্দ্র সরকারকে ৷ এমনকী যে বিপুল পরিমাণ টাকা এই সেন্ট্রাল ভিস্তায় খরচ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ এমনকী এর সঙ্গে আদানি-আম্বানি প্রসঙ্গ টেনেও চরম আক্রমণ করেছিল বিরোধীরা ৷ তবে শেষ পর্ষন্ত বিরোধীদের সেই সব অভিযোগ উড়িয়ে আগামী 28 তারিখ সেন্ট্রাল ভিস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মোদি ৷

আরও পড়ুন: সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রিত মমতা, জোরালো বিরোধী জোটের ঐক্য

Last Updated : May 19, 2023, 12:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details