নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে (BRICS Summit) সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার অর্থাৎ, 9 সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন রয়েছে ৷ আজ এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক ৷ সোমবার মন্ত্রকের তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসানারো, চিনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরিল রামাফোসা এই বৈঠকে অংশ নেবেন ৷ ব্রিকস সম্মেলনের এবারের থিম ‘‘ব্রিকস 15 : ইন্ট্রা-ব্রিকস কো-অপারেশন ফর কনটিনিউটি, কনসলিডেশন অ্যান্ড কনসেনসাস ৷’’
এ নিয়ে দ্বিতীয়বার ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চিন এবং সাউথ আফ্রিকা) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাপতিত্ব করবেন ৷ এর আগে 2016 সালে গোয়ায় আয়োজিত ব্রিকসের সম্মেলনে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছিলেন ৷ ব্রিকসের এটি 15তম সম্মেলন ৷ সূত্রের খবর, 9 সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অংশ নেবেন ৷ এমনকি নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি মার্কস ত্রয়োজো সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবে ৷
আরও পড়ুন : Panjshir : পঞ্জশির দখলের দাবি তালিবানের, পাল্টা টুইট সালেহ্ বাহিনীর