নয়া দিল্লি, 15 সেপ্টেম্বর : আজ 'ইঞ্জিনিয়ার দিবস' (EngineersDay) ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
টুইটে তিনি লেখেন, "সব পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ৷ আমাদের বিশ্বকে আরও সুন্দর আর প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দ যথেষ্ট নয় ৷ শ্রী বিশ্বেশ্বরায়ার সাফল্যকে স্মরণ করে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷"
এম বিশ্বেশ্বরায়াকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তাঁদের নিত্যনতুন ভাবনা দিয়ে আত্মনির্ভর ভারত তৈরির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ "
এম বিশ্বেশ্বরায়া 1861 সালের 15 সেপ্টেম্বর কর্নাটকে জন্মগ্রহণ করেন ৷ তিনি মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পুনেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ৷ মাইসোর, হায়দরাবাদ, ওডিশা, মহারাষ্ট্রে তাঁর বহু উল্লেখযোগ্য কাজের জন্য তিনি আজও স্মরণীয় ৷