পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Air Force Day 2021 : 89তম বায়ু সেনা দিবসে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির - 8th october air force day

আজ বায়ু সেনা দিবস ৷ সকালে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

বায়ু সেনা দিবস
বায়ু সেনা দিবস

By

Published : Oct 8, 2021, 9:52 AM IST

Updated : Oct 8, 2021, 12:41 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর : আজ 'বায়ু সেনা দিবস' (Air Force Day) ৷ 1932 সালে এই দিনে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) প্রতিষ্ঠা করা হয়েছিল ৷ 89তম বায়ু সেনা দিবসের সকালেই টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আমাদের বায়ু সেনা যোদ্ধা এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা ৷ ভারতীয় বায়ু সেনা আর সাহসিকতা, পরিশ্রম এবং পেশাদারিত্ব সমার্থক ৷ নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে এবং বহু চ্যালেঞ্জিং সময়ে মানবিক উৎসাহের মধ্যে দিয়ে তাঁরা দেশকে রক্ষা করেছে ৷"

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ রাষ্ট্রপতি লিখেছেন, "বায়ু সেনা যোদ্ধা, তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই ৷ ভারতীয় বায়ু সেনার জন্য আমাদের দেশ গর্বিত ৷ তারা তাদের যোগ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার ক্ষমতা, যুদ্ধ এবং শান্তির সময়ে নিজেদের প্রমাণ করেছে ৷ আমি নিশ্চিত যে আইএএফ তাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রেখে এগিয়ে যাবে ৷"

আরও পড়ুন : India's economy: এই অর্থবর্ষে ভারত অর্থনৈতিক বৃদ্ধিতে রেকর্ড গড়তে পারে, জানাল বিশ্বব্যাঙ্ক

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই অপ্রতিরোধ্য বাহিনীর 89তম বর্ষে ভারতীয় বায়ু সেনার প্রত্যেক কর্মী এবং পরিবারের সদস্যদের শুভেচ্ছা ৷ আমরা আমাদের বায়ু সেনার যোদ্ধাদের জন্য গর্বিত ৷ তারা তৎপরতা, সহনশীলতা আর একনিষ্ঠতার সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দেশকে রক্ষা করেছে ৷

বায়ু সেনার চিফ অফ এয়ার স্টাফ (Chief of Air Staff) এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) ভি আর চৌধুরী (V R Chaudhary) এদিন জানান গত বছর পূর্ব লাদাখে বায়ুসেনার তৎপরতার সঙ্গে পদক্ষেপ করাটা তাদের যুদ্ধকালীন প্রস্তুতির প্রমাণ ৷ তিনি বলেন, "আমাদের চ্যালেঞ্জ যেমন যেমন বাড়তে থাকবে, তেমনই আমাদের শক্তিও বাড়বে ৷" তিনি জানান দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকালে তাঁর মনে হয়, তিনি যথার্থ সময়ে দায়িত্বভার নিয়েছেন ৷ দিল্লির শহরতলিতে হিন্দন এয়ারবেসে (Hindon airbase) ভারতীয় বায়ু সেনার একটি অনুষ্ঠানে এ কথা জানান তিনি ৷

Last Updated : Oct 8, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details