নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর :ভারতের সন্ত্রাস দমনের ক্ষমতা আরও বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) খুব শীঘ্রই ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (National Intelligence Grid) বা ন্যাটগ্রিডের (NATGRID) সূচনা করতে চলেছেন ৷ সরকারি একটি সূত্র থেকে এমন খবর পাওয়া গিয়েছে ৷ 2008 সালে মুম্বইয়ে 26/11 জঙ্গি হামলা হয়েছিল ৷ তার পরই সরকারি তরফে এই ধরনের একটি প্রযুক্তি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল ৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) জানিয়েছেন, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অপরাধ এবং ওই ধরনের অপরাধের ক্ষেত্রে ন্যাটগ্রিড খুবই নিরাপদ একটি ডেটাবেস ৷
আরও পড়ুন :Bhupendra Patel : আজই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল
চলতি মাসের 4 তারিখ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (Bureau of Police Research and Development) বা বিপিআরডির (BPRD) 51তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছিলেন ৷ সঙ্গে যোগ করেছিলেন, করোনা পরিস্থিতি (COVID-19) না হলে প্রধানমন্ত্রী ন্যাটগ্রিডকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতেন ৷ তাঁর আশা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী ন্যাটগ্রিডের সূচনা করবেন ৷ তাছাড়া তিনি জানান, নতুন এই প্রযুক্তির মাধ্যমে অভিবাসন, ব্যাঙ্কিং, করদাতা, বিমান ও ট্রেনে যাতায়াতকারীদের রিয়েল টাইম ডেটা ব্যবহার করার মাধ্যমে জঙ্গি ও সন্দেহভাজনদের দ্রুত ধরে ফেলা যাবে ৷
আরও পড়ুন :Gujrat CM: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
প্রাথমিক সরকারি পরিকল্পনা অনুযায়ী, 10টি ইউজার এজেন্সি ও 21টি সার্ভিস প্রোভাইডারকে ন্যাটগ্রিডের সঙ্গে যুক্ত করা হবে ৷ পরে আরও সাড়ে ন’শো সংগঠনকে এর সঙ্গে যুক্ত করা হবে ৷ ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে এক হাজারেরও বেশি সংগঠন ৷ তাছাড়া দেশে যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থাগুলি রয়েছে, তাদেরও ন্যাটগ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে ৷