পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড মোকাবিলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদির - করোনা

কোভিড মোকাবিলায় কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়েই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার নিজেই টুইট করে সেকথা জানান তিনি ৷ পরে এই বিষয়ে একটি বিবৃতিও জারি করে প্রধানমন্ত্রীর দফতর ৷

prime minister narendra modi talks his japanese counterpart yoshihide suga to deal with covid situation jointly
কোভিড মোকাবিলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদির

By

Published : Apr 26, 2021, 5:12 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল : কোভিড মোকাবিলায় কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়েই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার নিজেই টুইট করে সেকথা জানান তিনি ৷

তাঁর টুইটার হ্য়ান্ডেলে মোদি লেখেন, ‘‘জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ বিভিন্ন দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে ৷ সেগুলির অগ্রগতি নিয়েও আমরা পর্যালোচনা করেছি ৷ করোনার মোকাবিলায় কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, প্রযুক্তি ও কারিগরিগত উন্নয়নকে কাজে লাগিয়ে কীভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, সেই সব কিছু নিয়ে কথা হয়েছে ৷’’

আরও পড়ুন :আর মাত্র 48 ঘণ্টা, আমেরিকা থেকে ভারতে আসছে ভ্যাকসিনের ওষুধ, কাঁচামাল

দুই রাষ্ট্রনায়কের কথপোকথনের পর এই বিষয়ে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) ৷ তাতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতির মোকাবিলার জন্য কীভাবে ভারত ও জাপান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ৷ বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যাতে এই দুই দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তার উপর জোর দিয়েছেন দু’জনেই ৷ এছাড়া, উৎপাদন ও কারিগরি উন্নয়নের ক্ষেত্রে যাতে নতুন করে আরও দ্বিপাক্ষিক কর্মসূচি শুরু করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা ৷ প্রয়োজনে এই বিষয়ে নতুন করে দ্বিপাক্ষিক চুক্তিও করা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details