দিল্লি, 1 মার্চ : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ সকালে দিল্লির এইমস-এ টিকা নেন তিনি । নিজেই টুইট করে একথা জানিয়েছেন নরেন্দ্র মোদি ।
মোদি টুইটে জানিয়েছেন, "এইমস-এ আমি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলাম । করোনার বিরুদ্ধে লড়তে যেভাবে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা দ্রুত সময়ে কাজ করেছেন, তা সত্যিই উল্লেখযোগ্য । যাঁরা টিকা নিতে পারবেন, তাঁদের কাছে আমার অনুরোধ রইল । আসুন, আমরা একসঙ্গে করোনামুক্ত দেশ গড়ে তুলি ।"
আজ দিল্লির এইমস-এ নরেন্দ্র মোদিকে টিকা দিলেন পুদুচেরির সিস্টার পি নিবেদা । প্রধানমন্ত্রীর শরীরে আজ ভারত বায়োটেকের কোভ্যাকসিনের প্রথম ডোজ় প্রয়োগ করা হয় ।
আরও পড়ুন : বাড়ছে সংক্রমণ, 31 মার্চ পর্যন্ত আংশিক লকডাউন তামিলনাড়ুতে
এদিকে আজ থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় দফার টিকাকরণ । এবার স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও ভ্যাকসিন নিতে পারবেন ৷ এই দফায় ষাটোর্ধ্ব এবং 45 বছরের উর্ধ্বে কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন ৷ এর জন্য নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক ৷ টিকা নিতে ইচ্ছুকরা আজ সকাল ন'টা থেকে কো উইন 2.0 অ্যাপে নাম নথিভুক্ত করতে পারবেন ৷