নয়াদিল্লি, 30 জুলাই : সহজে বিচার পাওয়াও খুব গুরুত্বপূর্ণ ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এদিন তিনি উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির (All India District Legal Services Authorities) প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
প্রধানমন্ত্রীর মতে, ‘‘এখন স্বাধীনতার অমৃতকাল (Azadi Ka Amrit Kaal) চলছে ৷ এখনও এমন কিছু সংকল্প করতে হবে, যা আগামী 25 বছরে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ৷ দেশের এই অমৃত যাত্রায় সহজ ভাবে জীবনযাপন ও সহজ ভাবে ব্যবসা করার মতো গুরুত্বপূর্ণ হল সহজে বিচার পাওয়া ৷’’
এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ওই অনুষ্ঠান হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice NV Ramana) ৷ তাঁর সামনেই প্রধানমন্ত্রী নিজের এই মত প্রকাশ করেন ৷ তিনি আরও বলেন, ‘‘যে কোনও সমাজে বিচারব্যবস্থার নাগাল পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সমান গুরুত্বপূর্ণ বিচার পাওয়া ৷ বিচারবিভাগীয় পরিকাঠামোর এখানে বড় ভূমিকা রয়েছে ৷ গত আট বছরে বিচার ব্যবস্থার পরিকাঠামোকে আরও মজবুত করার কাজ দ্রুততার সঙ্গে করা হয়েছে ৷