পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on Judicial System: বিচার পাওয়ার পথ সহজ হওয়া জরুরি, মত প্রধানমন্ত্রীর

শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে উদ্বোধন হয় অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির (All India District Legal Services Authorities) প্রথম সম্মেলনের ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice NV Ramana)-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

prime-minister-narendra-modi-says-ease-of-justice-is-equally-important-as-ease-of-doing-business-ease-of-living
PM Modi on Judicial System: বিচার পাওয়ার পথ সহজ হওয়া জরুরি, মত প্রধানমন্ত্রীর

By

Published : Jul 30, 2022, 2:14 PM IST

নয়াদিল্লি, 30 জুলাই : সহজে বিচার পাওয়াও খুব গুরুত্বপূর্ণ ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এদিন তিনি উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির (All India District Legal Services Authorities) প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

প্রধানমন্ত্রীর মতে, ‘‘এখন স্বাধীনতার অমৃতকাল (Azadi Ka Amrit Kaal) চলছে ৷ এখনও এমন কিছু সংকল্প করতে হবে, যা আগামী 25 বছরে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ৷ দেশের এই অমৃত যাত্রায় সহজ ভাবে জীবনযাপন ও সহজ ভাবে ব্যবসা করার মতো গুরুত্বপূর্ণ হল সহজে বিচার পাওয়া ৷’’

এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ওই অনুষ্ঠান হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice NV Ramana) ৷ তাঁর সামনেই প্রধানমন্ত্রী নিজের এই মত প্রকাশ করেন ৷ তিনি আরও বলেন, ‘‘যে কোনও সমাজে বিচারব্যবস্থার নাগাল পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সমান গুরুত্বপূর্ণ বিচার পাওয়া ৷ বিচারবিভাগীয় পরিকাঠামোর এখানে বড় ভূমিকা রয়েছে ৷ গত আট বছরে বিচার ব্যবস্থার পরিকাঠামোকে আরও মজবুত করার কাজ দ্রুততার সঙ্গে করা হয়েছে ৷

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ই-কোর্ট, ভার্চুয়াল শুনানি, পথ-আইন ভাঙায় 24 ঘণ্টার আদালত, ভিডিয়ো কনফারেন্সেরে পরিকাঠামোর উন্নতির প্রসঙ্গ টেনে এনেছেন ৷ এর ফলে মানুষের কাছে আদালতে যাওয়ার সুবিধা বেড়েছে ৷

এছাড়া এই অনুষ্ঠানে বিচারপতি উদয় ইউ ললিত, ডি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন ৷ ওই অনুষ্ঠান আজ শুরু হয়েছে ৷ আগামিকালই শেষ হয়ে যাবে ৷ এই অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি (National Legal Services Authority) ৷ সারা দেশে 676টি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি (District Legal Services Authorities) রয়েছে ৷ এর চেয়ারম্যান হন সংশ্লিষ্ট জেলা বিচারকরা ৷ ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি আইনি সাহায্য দেওয়া ও সচেতনতার প্রচারে যে উদ্যোগগুলি নেয়, এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এবং স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি (State Legal Services Authorities) সেগুলি কার্যকর করে ৷ লোক আদালতের আয়োজনও করে এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ৷

আরও পড়ুন :Narendra Modi: এখন ভারতও বিশ্বের অর্থনৈতিক দৌড়ে সামিল, মন্তব্য মোদির

ABOUT THE AUTHOR

...view details