লেপচা (হিমাচল প্রদেশে), 12 নভেম্বর: সীমান্ত ততক্ষণ নিরাপদ যতক্ষণ সেখানে সাহসী ভারতীয় সৈন্যরা পাহারায় রয়েছেন ৷ হিমাচলের লেপচায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রবিবার বলেন, "ভারত প্রতিরক্ষা খাতে বিশ্বের কাছে বড় খেলোয়াড় হিসাবে পরিচিত হচ্ছে এবং দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা ক্রমাগত বাড়ছে ৷ বিশ্বের পরিস্থিতি এমন যে ভারতের প্রতি ক্রমাগত সকলের প্রত্যাশা বাড়ছে । এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ভারতের সীমানা সুরক্ষিত করা প্রয়োজন ৷ দেশে শান্তির পরিবেশ রয়েছে ৷ আর এই পরিবেশ বজায় থাকার জন্য সৈন্যদের একটি বড় ভূমিকা রয়েছে ৷"
প্রধানমন্ত্রী প্রত্যেক বছর সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন ৷ এর জন্য তিনি বিভিন্ন সীমান্ত এলাকায় যান ৷ এবারও তার অন্যথা হয়নি, নরেন্দ্র মোদি সেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে রবিবার সকালে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছন । সেখানে তিনি সেনাদের সঙ্গে আলাপচারিতা করেন ৷ এরপর তাঁকে সেনা জওয়ানদের মিষ্টি মুখ করাতেও দেখা যায় ৷ সেই ছবি প্রধানমন্ত্রী মোদি খোদ তাঁর এক্স পেজে শেয়ার করেছেন ।
এক্স পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, "হিমাচল প্রদেশের লেপচাতে আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটানো গর্বের বিষয় । পরিবার থেকে দূরে থেকে নিজেদের জীবনকে উৎসর্গ করে জাতির এই অভিভাবকরা আমাদের জীবনকে আলোকিত করে চলেছে ৷ আমাদের সেনা বাহিনীর সাহস অটুট । কঠিন পরিস্থিতর মধ্যে থেকেও তাঁরা আমাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখে ৷ ভারত সর্বদা এই বীরেদের প্রতি কৃতজ্ঞ থাকবে, যারা সাহসিকতা এবং সহনশীলতার প্রতীক ।"