পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: ' সীমান্ত আগলে সেনা, তাই ভারত নিরাপদ,' দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

Prime Minister Narendra Modi praises Soldiers: প্রত্যেক বছরের মতো এবারও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সীমান্তে নিরাপত্তায় থাকা জওয়ানদের ভূয়সী প্রশংসা করলেন তিনি ৷

Prime Minister Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By PTI

Published : Nov 12, 2023, 5:04 PM IST

Updated : Nov 12, 2023, 10:33 PM IST

লেপচা (হিমাচল প্রদেশে), 12 নভেম্বর: সীমান্ত ততক্ষণ নিরাপদ যতক্ষণ সেখানে সাহসী ভারতীয় সৈন্যরা পাহারায় রয়েছেন ৷ হিমাচলের লেপচায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রবিবার বলেন, "ভারত প্রতিরক্ষা খাতে বিশ্বের কাছে বড় খেলোয়াড় হিসাবে পরিচিত হচ্ছে এবং দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা ক্রমাগত বাড়ছে ৷ বিশ্বের পরিস্থিতি এমন যে ভারতের প্রতি ক্রমাগত সকলের প্রত্যাশা বাড়ছে । এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ভারতের সীমানা সুরক্ষিত করা প্রয়োজন ৷ দেশে শান্তির পরিবেশ রয়েছে ৷ আর এই পরিবেশ বজায় থাকার জন্য সৈন্যদের একটি বড় ভূমিকা রয়েছে ৷"

প্রধানমন্ত্রী প্রত্যেক বছর সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন ৷ এর জন্য তিনি বিভিন্ন সীমান্ত এলাকায় যান ৷ এবারও তার অন্যথা হয়নি, নরেন্দ্র মোদি সেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে রবিবার সকালে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছন । সেখানে তিনি সেনাদের সঙ্গে আলাপচারিতা করেন ৷ এরপর তাঁকে সেনা জওয়ানদের মিষ্টি মুখ করাতেও দেখা যায় ৷ সেই ছবি প্রধানমন্ত্রী মোদি খোদ তাঁর এক্স পেজে শেয়ার করেছেন ।

এক্স পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, "হিমাচল প্রদেশের লেপচাতে আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটানো গর্বের বিষয় । পরিবার থেকে দূরে থেকে নিজেদের জীবনকে উৎসর্গ করে জাতির এই অভিভাবকরা আমাদের জীবনকে আলোকিত করে চলেছে ৷ আমাদের সেনা বাহিনীর সাহস অটুট । কঠিন পরিস্থিতর মধ্যে থেকেও তাঁরা আমাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখে ৷ ভারত সর্বদা এই বীরেদের প্রতি কৃতজ্ঞ থাকবে, যারা সাহসিকতা এবং সহনশীলতার প্রতীক ।"

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) পোশাকে এদিন লেপচাতে মোদিকে দেখা গিয়েছে ৷ মোদি সৈন্যদের বলেন, "স্বাধীনতার পরেও এই সেনা জওয়ানরা অনেক যুদ্ধে লড়েছে এবং দেশের হৃদয় জয় করেছে... ৷ আমাদের জওয়ানরা চ্যালেঞ্জের মুখোনুখি হয়েও জয় ছিনিয়ে নিয়ে এসেছে ৷ এটা বলা হয় যে 'পার্বন'সেখানে হয় যেখানে 'পরিবার' আছে । তবে পরিবার থেকে উৎসবের দিনে দূরে সীমান্তে কর্তব্য পালন করায় দেশ আপনাদের কাছে ঋণী ৷"

প্রধানমন্ত্রী জানান, বিগত 30-35 বছর ধরে তিনি এমন কোনও দীপাবলি নেই যা সেনা জওয়ানদের সঙ্গে উদযাপন করেননি । তাঁর কথায়, "আমি যখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিলাম না তখনও আমি সীমান্ত এলাকায় এসে আপনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছি ৷ ভারতের সৈন্যরা সর্বদা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়েছে এবং সর্বদা প্রমাণ করেছে যে তারা সীমান্তে সবচেয়ে শক্তিশালী প্রাচীর ৷" প্রধানমন্ত্রী এ দিন ভূমিকম্প কবলিত এলাকায় এবং অন্যান্য দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন ।

আরও পড়ুন:

  1. দীপাবলির শুভেচ্ছায় দেশবাসীকে পরিবার সম্বোধন মোদির, বার্তা মুর্মু-মমতারও
  2. শনি-রাতে দীপাবলি উদযাপন! আলোর উৎসবে সামিল রোহিত-বিরাট-শামিরা
Last Updated : Nov 12, 2023, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details