পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : অর্থনীতিতে খুচরো বিনিয়োগ বৃদ্ধিতে দু’টি যোজনার সূচনা প্রধানমন্ত্রীর - Economy

রিজার্ভ ব্যাঙ্ক রিটেল ডিরেক্ট স্কিম ও ইন্টিগ্রেটেড ওমবাডসম্যান স্কিম, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দু’টি যোজনার উদ্বোধন করেন ৷

prime minister narendra modi launches rbi scheme to ensure retail participation in gilts strengthen financial inclusion
Narendra Modi : অর্থনীতিতে খুচরো বিনিয়োগ বৃদ্ধিতে দু’টি যোজনার সূচনা প্রধানমন্ত্রীর

By

Published : Nov 12, 2021, 8:43 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর : আরও দু’টি নতুন যোজনা বাজারে নিয়ে এল কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনা দু’টির উদ্বোধন করেন ৷ একটির নাম রিজার্ভ ব্যাঙ্ক রিটেল ডিরেক্ট স্কিম ও ইন্টিগ্রেটেড ওমবাডসম্যান স্কিম ৷ মূলত, খুচরো ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প বাজারে নিয়ে এল কেন্দ্র ৷

এই নিয়ে এদিন প্রধানমন্ত্রী জানান, এর ফলে দেশের বাজারে বিনিয়োগের সুযোগ বাড়বে ৷ মূলধনের বাজারে সহজে ও সুরক্ষিত পদ্ধতিতে পৌঁছানো যাবে ৷ পাশাপাশি উন্নয়নের কাজের জন্যও তহবিল যোগাড়ে এই রিটেল ডিরেক্ট স্কিম সাহায্য করবে ৷

আরও পড়ুন :Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের

তাছাড়া তিনি জানান, ইন্টিগ্রেটেড ওমবাডসম্যান স্কিমের সঙ্গে দেশে চালু থাকা এই ধরনের স্কিমগুলিকে জুড়ে দেওয়া হবে ৷ আর আর্থিক ক্ষেত্রে তৈরি করা হবে, ওয়ান নেশন, ওয়ান ওমবাডসম্যান সিস্টেম ৷ বিশেষজ্ঞরা বলেন, যে কোনও গণতন্ত্রে অভিযোগের নিষ্পত্তি করা খুব গুরুত্বপূর্ণ ৷ প্রধানমন্ত্রী এদিন সেই বিষয়ে জানিয়েছেন যে এই ইন্টিগ্রেটেড ওমবাডসম্যান স্কিম সেই পথে অনেক দূর যাবে ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

পাশাপাশি তিনি জানান, অর্থনীতিতে শক্তিশালী ব্যাঙ্কিং সিস্টেম খুবই জরুরি ৷ তাই সরকারের তরফে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷

তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর গত কয়েক বছরের বিভিন্ন পদক্ষেপের প্রশংসাও করেছেন ৷ করোনা মহামারীর সময় তা সরকারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ৷

আরও পড়ুন :Indian Railway : মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণব

ABOUT THE AUTHOR

...view details