নয়াদিল্লি, 29 অক্টোবর : রোমে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে জি-20 শীর্ষ সম্মেলন এবং সিওপি-26-এ যোগ দেবেন তিনি ৷ রোমে জি-20 গোষ্ঠীর অন্য নেতাদের সঙ্গে দেখা করে অতিমারি, বিশ্ব অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষার উপর আলোচনায় অংশ নেবেন মোদি ৷ অন্যদিকে গ্লাসগোতে কার্বন বণ্টন-সহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বৈঠক হবে ৷ রোমে যাওয়ার আগে একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "আগামী বেশ কিছুদিন আমি রোমের ভ্যাটিকান শহরে এবং গ্লাসগোতে থাকব ৷ সেখানে জি-20 সম্মেলন-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেব ৷"
29 থেকে 31 অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী রোমের ভ্যাটিকান শহরে থাকবেন ৷ সেখানে 16তম জি-20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi) ৷ তাঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷
এরপর তিনি ব্রিটেনের গ্লাসগোর উদ্দেশে যাত্রা করবেন ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে 1 ও 2 নভেম্বর সেখানে থাকবেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে মোদি লেখেন, "রোমে আমি 16তম জি-20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেব ৷ সেখানে অন্য জি-20 গোষ্ঠীর নেতাদের সঙ্গে বিশ্বের অর্থনীতি এবং করোনা অতিমারি থেকে সুস্থ হওয়ার উপায়, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলব ৷" কোভিড-19 অতিমারির পর এই প্রথম তিনি জি-20 সম্মেলনে যোগ দিতে গেলেন ৷