নয়াদিল্লি, 28 মে:দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারের এই বিশেষ অনুষ্ঠানে নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত শ্রমিকদেরও বিশেষ সম্মান জানিয়েছেন তিনি। ভবনের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনের নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের দেশের ঐতিহ্যবাহী শাল দিয়ে সংবর্ধনা দেন এবং তাঁদের প্রত্যেকের হাতে স্মারক পত্র তুলে দেন।
এদিন সকালে প্রধানমন্ত্রী সংসদ ভবনে এসে বিশেষ পুজোয় অংশ নেন ৷ তারপর লোকসভায় সেঙ্গল স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিশেষ পুজোর পর স্থাপনের জন্য তাঁর হাতে তামিলনাড়ু থেকে আসা আধিনম সাধুরা প্রধানমন্ত্রীর হাতে 'সেঙ্গল' তুলে দেন । লোকসভা স্পিকারের চেয়ারের ঠিক পাশে পবিত্র 'সেঙ্গল' স্থাপন করেন প্রধানমন্ত্রী । অমৃতকালের জাতীয় প্রতীক হিসেবে 'সেঙ্গল' স্থাপন করেছেন তিনি । 'সেঙ্গল' প্রতিষ্ঠা করার পরে মোদি তামিলনাড়ুর বিভিন্ন আধিনম সাধুদের আশীর্বাদ নিয়েছেন । প্রসঙ্গত, 'সেঙ্গল' ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর বাসভবনে 1947 সালের 14 অগস্ট রাতে বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে গ্রহণ করেছিলেন। তারপর থেকে দীর্ঘ সময় ধরে প্রয়াগরাজের একটি সংগ্রহশালায় রাখা ছিল এই স্বর্ণদণ্ডটি ।