নয়াদিল্লি, 21 জুন : করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে শরীরের ভিতরের শক্তি বাড়াতে সাহায্য করেছে যোগব্যায়াম । মানুষের মধ্যে বিশ্বাস জুগিয়েছে, তাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে । আজ আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । বললেন, "যোগব্যায়াম আমাদের চাপমুক্ত হয়ে শক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং ভুল পথ থেকে সৃজনশীলতার রাস্তায় নিয়ে আসে ।"
প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়, তখন কোনও দেশই তৈরি ছিল না । সেই সময় শরীরের ভিতরের শক্তি বাড়াতে সাহায্য করেছে যোগব্যায়াম । যোগব্যয়াম আত্মশৃঙ্খলা তৈরি করতে সহায়তা করে । এটি মানুষের প্রতি বিশ্বাস জাগিয়ে তোলে যাতে তাঁরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারেন । করোনার বিরুদ্ধে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁরা আমাকে বলেছেন যে তারা যোগব্যায়াম করে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাহায্য করেছে ।"
আজ যখন গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, তখন যোগব্যায়াম একটি আশার আলো হয়ে উঠে এসেছে । বিগত দুই বছরে ভারতে এবং বিশ্বে সেভাবে কোনও বড় অনুষ্ঠান হয়নি । কিন্তু যোগেব্যায়ামের জন্য উৎসাহ কখনও কমেনি । সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) ভাষণে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।