পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার প্রাদুর্ভাবের সময় মোকাবিলায় প্রস্তুত ছিল না বিশ্ব, সাহায্য করেছিল যোগব্যায়াম : মোদি - আন্তর্জাতিক যোগ দিবস

সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে এম-যোগ মোবাইল অ্যাপ্লিকেশনের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । এটিতে বিভিন্ন ভাষায় যোগ প্রশিক্ষণের ভিডিও থাকবে । এই অ্যাপের মাধ্যমে ভারত এক বিশ্ব, এক স্বাস্থ্য নীতির আরও কাছাকাছি পৌঁছে যাবে বলে আশাবাদী নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Jun 21, 2021, 8:11 AM IST

Updated : Jun 21, 2021, 10:40 AM IST

নয়াদিল্লি, 21 জুন : করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে শরীরের ভিতরের শক্তি বাড়াতে সাহায্য করেছে যোগব্যায়াম । মানুষের মধ্যে বিশ্বাস জুগিয়েছে, তাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে । আজ আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । বললেন, "যোগব্যায়াম আমাদের চাপমুক্ত হয়ে শক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং ভুল পথ থেকে সৃজনশীলতার রাস্তায় নিয়ে আসে ।"

প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়, তখন কোনও দেশই তৈরি ছিল না । সেই সময় শরীরের ভিতরের শক্তি বাড়াতে সাহায্য করেছে যোগব্যায়াম । যোগব্যয়াম আত্মশৃঙ্খলা তৈরি করতে সহায়তা করে । এটি মানুষের প্রতি বিশ্বাস জাগিয়ে তোলে যাতে তাঁরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারেন । করোনার বিরুদ্ধে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁরা আমাকে বলেছেন যে তারা যোগব্যায়াম করে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাহায্য করেছে ।"

আজ যখন গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, তখন যোগব্যায়াম একটি আশার আলো হয়ে উঠে এসেছে । বিগত দুই বছরে ভারতে এবং বিশ্বে সেভাবে কোনও বড় অনুষ্ঠান হয়নি । কিন্তু যোগেব্যায়ামের জন্য উৎসাহ কখনও কমেনি । সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) ভাষণে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।

এবারের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের থিম "সুস্থতার জন্য যোগব্যায়াম" । আর এই থিম মানুষকে আরও বেশি করে যোগব্যায়ামের জন্য অনুপ্রাণিত করেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী । যোগদিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "আমি প্রার্থনা করি, প্রতিটি দেশের প্রতিটি মানুষ যেন সুস্থ থাকেন ।"

একইসঙ্গে বর্তমান চিকিৎসাক্ষেত্রে যোগব্যায়ামের যে অপরিসীম গুরুত্ব রয়েছে, সেই কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদি । বলেন, "চিকিৎসকরাও আজ রোগীদের সুস্থ করতে যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন । হাসপাতালে চিকিৎসক, নার্সরা অনুলোম বিলোম শেখাচ্ছেন, এমন দৃশ্যও দেখা গিয়েছে । বিশ্বমানের বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অনুশীলনগুলি শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে আরও ভাল করে তোলে ।"

আরও পড়ুন : 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি

তিনি আরও বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ভারত আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে । এখন থেকে এম-যোগ মোবাইল অ্যাপ্লিকেশনটির সাহায্যে সারা বিশ্বের মানুষ যোগব্যায়াম শিখতে পারবেন । এটিতে বিভিন্ন ভাষায় যোগ প্রশিক্ষণের ভিডিও থাকবে । এটি আমাদের 'ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ' নীতিতে সহায়তা করবে ।"

Last Updated : Jun 21, 2021, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details