পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi flags off Vande Bharat Express: হিমাচলের উনা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী মোদির - রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ

বৃহস্পতিবার সকালেই হিমাচল প্রদেশ (Himachal Pradesh) পৌঁছান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তার পর তিনি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) সূচনা করেন ৷ এর পর তিনি ওই রাজ্যে একাধিক সরকারি কর্মসূচিতে যোগদান করবেন ৷

prime-minister-narendra-modi-flags-off-vande-bharat-express-train-from-una
PM Modi flags off Vande Bharat Express: হিমাচলের উনা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী মোদির

By

Published : Oct 13, 2022, 12:35 PM IST

সিমলা (হিমাচল প্রদেশ), 13 অক্টোবর : আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বৃহস্পতিবার তিনি হিমাচল প্রদেশের উনা থেকে দিল্লিগামী এই ট্রেনের সূচনা করেন ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Himachal Pradesh CM Jairam Thakur), রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Railways Minister Ashwini Vaishnaw), কেন্দ্রীয় মন্ত্রী তথা হামিরপুরের সাংসদ বিজেপির অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) আম্ব আন্দুরা থেকে নয়াদিল্লি পর্যন্ত এই মাঝারি গতির এই ট্রেনটি চলবে ৷ রেলের তরফে জানা গিয়েছে, এই বন্দে ভারত এক্সপ্রেসটি আরও আধুনিক ৷ অনেক হালকা ও দ্রুতগতি সম্পন্ন ৷ 52 সেকেন্ডেই এই ট্রেন ঘণ্টায় 100 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম ৷

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে ৷ আম্বালা, চণ্ডীগড়, আনন্দপুর সাহিব ও উনাতে থামবে ৷ দিল্লি থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ হল ৷ সময়ও কম লাগবে৷ এর ফলে পর্যটনে অনেক সাহায্য হবে ৷

এদিন সকালে হিমাচল প্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উনা হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ সেখান থেকে তিনি চলে যান বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে ৷ এর পর উনা ও চম্বাতে দু’টি জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷

চলতি বছরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ গত পাঁচ বছরে এই নিয়ে ন’বার হিমাচলে এলে মোদি ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আগামী কয়েকমাসে সেই সংখ্যা আরও বাড়বে ৷

আরও পড়ুন :অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন মোদি

ABOUT THE AUTHOR

...view details