নয়াদিল্লি, 16 অক্টোবর: দেশজুড়ে সকলে মেতে উঠেছেন নবরাত্রি উদযাপনে ৷ আজ নবরাত্রির প্রথম দিন ৷ রবিবার এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছায় বার্তায় দেশের মানুষের সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি চেয়ে দেবীর কাছে প্রার্থনা করেছেন। এ দিন এক্সে নরেন্দ্র মোদি দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, "দেশবাসীকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। মা দুর্গার আগমন সবার জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে আনুক । মায়ের জয় হোক ৷"
নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবী শৈলপুত্রীর কাছে প্রার্থনাও করেছেন ৷ দেবী শৈলপুত্রী পার্বতী নামেও পরিচিত ৷ তিনি পর্বত রাজা হিমাবতের কন্যা এবং দেবী দুর্গার প্রথম অবতার হিসাবে পূজিত হন। প্রধানমন্ত্রী এক্সে আরও একটি পোস্ট করেছেন ৷ তাতে লিখেছেন "নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর চরণে লক্ষ লক্ষ প্রণাম। তাঁর কাছে প্রার্থণা করছি তিনি যেন দেশের মানুষকে শক্তি ও সমৃদ্ধি দেন ৷"