পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi congratulates Virat: বিরাটকে 50 ওডিআই সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়ে টুইট মোদি-শাহ-খাড়গের

রোহিত শর্মার পর বিশ্বকাপ সেমিফাইনালে নজিরে নাম লেখালেন বিরাট কোহলিও ৷ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন সচিন তেন্ডুলকরকে ৷ আর ক্রিকেট ঈশ্বরকে ছাপিয়ে যেতে 'রানমেশিন' বেছে নিলেন শেষ চারের মঞ্চকেই ৷ বিরাট কোহলিকে তার 50 তম ওডিআই সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 9:48 PM IST

Updated : Nov 15, 2023, 11:03 PM IST

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সামান্থা প্রভু থেকে অর্জুন কাপুর, রাজনৈতিক নেতা হোক বা সেলিব্রিটি সকলেই সোশাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ বিরাট কোহলির চরম প্রশংসা করতে দেখা গেল ৷ বুধবার বিশ্বকাপ সেমিফাইনাল ম্য়াচে 50টি ওয়ানডে শতরান করেছেন বিরাট ৷ বিরাট ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে 50 তম সেঞ্চুরি করেছেন ৷ আর তারপরই কার্যত বিনোদন থেকে ক্রীড়া এমনকী রাজনৈতিক নেতৃত্বও সোশাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

রোহিত শর্মার পর বিশ্বকাপ সেমিফাইনালে নজিরে নাম লেখালেন বিরাট কোহলিও ৷ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন সচিন তেন্ডুলকরকে ৷ আর ক্রিকেট ঈশ্বরকে ছাপিয়ে যেতে 'রানমেশিন' বেছে নিলেন শেষ চারের মঞ্চকেই ৷ ওডিআই ক্রিকেটে 'মাস্টার-ব্লাস্টারে'র 49টি সেঞ্চুরির নজির টপকে সেঞ্চুরির অর্ধশতরান এল 'বিরাট' ব্যাটে ৷ একইসঙ্গে আইসিসি ইভেন্টের সেমিফাইনালে রানের খরার তিক্ত পরিসংখ্যান বদলালেন ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' ৷

আপনার শতরানের নজির কে ভাঙতে পারে? একদা এই প্রশ্নের উত্তরে সচিন তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে নিয়েছিলেন বিরাটের নাম ৷ বুধবার ওয়াংখেড়েতে 'ক্রিকেট ইশ্বরে'র সেই বিশ্বাসের মর্যাদা দিলেন দিল্লি ব্যাটার ৷ সচিনের পাড়ায় তাঁরই নজির ভেঙে শ্রদ্ধায় হলেন নতজানুও ৷ 42তম ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসনের ডেলিভারি মিড-উইকেটে ঠেলে দিয়ে দু'রান নেওয়ার সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে এদিন পঞ্চম শতরান পূর্ণ করেন বিরাট ৷

এরপরই একের পর এক টুইট আসতে থাকে ৷ বিরাট কোহলিকে তার 50 তম ওডিআই সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, "বিরাট কোহলি শুধুমাত্র তাঁর 50 তম ওডিআই সেঞ্চুরি করেননি বরং শ্রেষ্ঠত্ব এবং অধ্যবসায়ের চেতনার উদাহরণও দিয়েছেন যা সেরা ক্রীড়াবিদের পরিচয় ৷ এই অসাধারণ মাইলফলকটি তাঁর উৎসর্গ এবং ব্যতিক্রমী প্রতিভার প্রমাণ। আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করে চলেছেন।"

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে লিখেচেন, "ওডিআই ক্রিকেটে তাঁর 50 তম সেঞ্চুরির ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ। এটি আপনার অসামান্য ক্রীড়াবিদ মনোভাব এবং ধারাবাহিকতার সাক্ষ্য। আপনি আপনার খেলাকে আরও একটি নতুন স্তরে উন্নীত করলেন। দেশ আপনার জন্য গর্বিত।" সামান্থা রুথ প্রভু কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাট তোলা বিরাটের একটি চিত্তাকর্ষক ছবি শেয়ার করেছেন। অর্জুন কাপুর ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে 'কঠোর পরিশ্রম এবং খাঁটি প্রতিভার সংমিশ্রণ'র উপর জোর দিয়ে বিরাটকে একজন কিংবদন্তি হিসাবে প্রশংসা করেছেন। আথিয়া শেঠি বিরাটের পারফরম্যান্সকে "অবিশ্বাস্য!!!" বলে অভিহিত করেছিলেন।

আরও পড়ুন:

শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'

'বিরাট' নজির চাক্ষুষ করে কোহলি-বন্দনায় বেকস

Last Updated : Nov 15, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details