নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ এই পরিস্থিতিতে দেশের করোনা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনেশন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন, ভারত এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এখনও তার প্রভাব থেকে ভারত মুক্ত হতে পারেনি ৷ স্বাস্থ্য সচিবের সেই বিবৃতির পরেই আজ প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়ে ছিলেন, দেশের অন্তত 35 জেলার সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ আর 30 টি জেলায় সেই পরিসংখ্যানটা 5 থেকে 10 শতাংশের মধ্যে রয়েছে ৷ আর দেশের প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৷ সেখানে মাত্র 18 শতাংশ মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন ৷ আর এই মুহূর্তে ভারতে সিঙ্গল এবং ডবল ডোজ মিলিয়ে ভ্যাকসিনেশন 72 কোটি ছাড়িয়েছে ৷ সংক্রমণের হিসেবে দেখতে গেলে, যা অনেকটাই কম বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক ৷