নয়াদিল্লি, 5 জুলাই :রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংকে (Kalyan Singh) যেন সেরা মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) ফোন করে এমনই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সূত্রের খবর, একইসঙ্গে কল্যাণের ছেলে রাজবীর সিংকেও (Rajveer Sing) ফোন করেছিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর বাবার স্বাস্থ্য কেমন আছে, সেই সম্পর্কে খোঁজ খবর নিতেই রাজবীরকে ফোন করেন মোদি ৷
আরও পড়ুন :খুচরো ও পাইকারি ব্য়বসাকে এমএসএমই-র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, একটা সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন কল্যাণ ৷ শারীরিক অসুস্থতার কারণে রবিবার বিকেলে তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্য়াজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সে (SGPGI) ভর্তি করা হয় ৷ চিকিৎসকদের পরামর্শে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) ভর্তি রয়েছেন তিনি ৷ রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে ৷
একটি সূত্র মারফত সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘‘উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের ছেলে রাজবীরকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কল্য়াণের স্বাস্থ্যর খোঁজ নিতেই রাজবীরকে ফোন করেন তিনি ৷ পাশাপাশি, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ফোন করেন প্রধানমন্ত্রী ৷ কল্যাণ যাতে সেরা মানের চিকিৎসা পরিষেবা পান, যোগীকে ফোন করে তা নিশ্চিত করতে বলেন তিনি ৷’’