নয়াদিল্লি, 8 জুলাই : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Former Japanese Shinzo Abe) ৷ শুক্রবার সকালে আচমকাই গুলিবিদ্ধ হন ৷ তার পর কয়েকঘণ্টার লড়াই শেষে মৃত্যু হয় তাঁর (Shinzo Abe Died) ৷ যার জেরে শোকস্তব্ধ জাপান ৷
সেই শোকের ছড়িয়ে পড়েছে ভারতেও ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মধ্যে ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার খবর মিলতেই টুইট করেন মোদি ৷ উদ্বেগ প্রকাশ করেন ৷
তার পর আবের মৃত্যুর খবর আসতেই একের পর এক টুইট করা হয় নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল থেকে ৷ নিজের শোকবার্তায় আরও একবার তিনি শিনজো আবেকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসেবেই উল্লেখ করেন ৷ জানান, আগামিকাল ভারতে আবেকে শ্রদ্ধা জানানোর জন্য একদিনের জাতীয় শোক পালিত হবে (Prime Minister Narendra Modi Announces National Mourning After Shinzo Abe Death) ৷
বিদেশি রাষ্ট্রনায়ক বা প্রাক্তন রাষ্ট্রনায়কদের প্রয়াণে শোকবার্তা সব দেশ থেকেই যায় ৷ আর সেটা বরাবরই থাকে ‘প্রোটোকলের‘ মোড়কে ৷ কিন্তু এদিন প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক টুইটে আবেকে নিয়ে স্মৃতিচারণ করেছেন, তাতে প্রশ্ন উঠছে যে কেন তিনি এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ৷