পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিরোধীদের চাপেই সংসদে হামলা নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী, দাবি অধীরের - লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি

সংসদ হামলার চারদিন পর নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী। একটি হিন্দি দৈনিককে হামলা প্রসঙ্গে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার ঠিক একদিন আগে সংসদে হামলার জন্য বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 8:08 AM IST

Updated : Dec 18, 2023, 8:17 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর: চারদিন পর সংসদে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এ নিয়ে তাঁকে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। বহরমপুরের সাংসদ মনে করেন, বিরোধীদের চাপের জেরেই মন্তব্য করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। অধীরের কথায়, "কোনও একটা ঘটনা ঘটলেই তা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন মোদি। কিন্তু সংসদে হামলা নিয়ে কথা বলতে তাঁর চারদিন সময় লেগে গেল। অথচ তাঁর উচিত ছিল, হামলার পরদিনই সংসদে এসে দেশকে আশ্বস্ত করা।"

প্রধানমন্ত্রীর কাছে সমস্ত সমস্যার সমাধান আছে বোঝাতে গেরুয়া শিবিরের তরফে বলা হয়- "মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।" মানে মোদি থাকলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। এই শব্দবন্ধকে কটাক্ষ করে অধীর বলেন, "এখন এই লাইনটি বদলে নিয়ে বলতে হবে- মোদি হ্যায় তো মুশকিল হ্যায়।"

সংসদে হামলার বেশ কয়েকদিন পর রবিবার এই প্রসঙ্গে সরব হন প্রধানমন্ত্রী। একটি হিন্দি দৈনিককে তিনি জানান, সংসদে হামলার বিষয়টি সমস্ত দিক থেকেই গুরুত্বপূর্ণ। সকলেরই উচিত গভীরে গিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করা। পাশাপাশি সংসদে এ নিয়ে হটহট্টগোল করা ঠিক নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বুধবারের হামলার পর থেকেই বিরোধীরা সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সংসদের কাজও বিঘ্নিতও হয়েছে বারবার। আর তার জেরে তৃণমূলের ডেরেক'ও ব্রায়েন থেকে শুরু করে বেশ কয়েকজন বিরোধী সাংসদকে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যেই সাসপেনশন প্রত্যাহারের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন অধীর।

এমনই আবহে হামলা প্রসঙ্গে সংসদের বাইরে সরব হওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন অধীর। তাঁর কথায়, "আমি মনে করি সংসদ হামলা নিয়ে আগেই প্রধানমন্ত্রীর মন্তব্য করা উচিত ছিল। সংসদে দাঁড়িয়ে বিবৃতি দেওয়া উচিত ছিল তাঁর। কিন্তু তিনি সেটা করেননি। এখন বিরোধীদের চাপে মুখ খুলতে বাধ্য হয়েছেন।"

আরও পড়ুন:

  1. 'সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনও তর্ক-বির্তক নয়,' মন্তব্য নরেন্দ্র মোদির
  2. সংসদে তাণ্ডব চালানো মনোরঞ্জনের ঘরে তালা ঝোলাল পুলিশ, জিজ্ঞাসাবাদের মুখে বাবা-মা
  3. সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় মূল অভিযুক্ত ললিতকে 7 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের
Last Updated : Dec 18, 2023, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details