নয়াদিল্লি, 18 মার্চ:বাজরা দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি খাদ্যাভ্যাসের চ্যালেঞ্জ মোকাবিলাতেও সহায়ক হতে পারে ৷ শনিবার বাজরা চাষের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি কৃষি বিজ্ঞানীদের জাতীয় খাদ্য় সুরক্ষার ক্ষেত্রে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ শস্য়ের উৎপাদন বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতেও বলেছেন প্রধানমন্ত্রী ৷
'গ্লোবাল মিলেটস (শ্রী অন্ন) সম্মেলন'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, "দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ভারতের প্রস্তাব এবং প্রচেষ্টাকে সম্মান জানিয়ে রাষ্ট্রসংঘ 2023 সালকে 'আন্তর্জাতিক মিলেটস বছর' হিসেবে ঘোষণা করেছে।" প্রধানমন্ত্রী (Prime Minister) জানিয়েছেন, ভারত ক্রমাগত বাজরা বা শ্রী আন্নাকে (Shri Anna) বিশ্বব্যাপী এক আন্দোলন হিসেবে প্রচারের জন্য কাজ করছে। প্রতিকূল আবহাওয়াতেও রাসায়নিক ও সার ছাড়াই বাজরা সহজে চাষ করা যায় বলে কার্যত জোরের সঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, "ভারতের বাজরা মিশন দেশের প্রায় আড়াই কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপকৃত করবে। আমি ভারতের বিজ্ঞানী এবং কৃষি বিশেষজ্ঞদের (Agriculture Scientist) এক্ষেত্রে দ্রুত কাজ করার জন্য অনুরোধ করছি। এর জন্য আমাদের নির্দিষ্ট লক্ষ্য মাত্রা স্থির করে এগোতে হবে ৷"