হায়দরাবাদ, 28 নভেম্বর : জ়াইডাস ক্যাডিলার পরিদর্শনের পর প্রধানমন্ত্রী পৌঁছান হায়দরাবাদের ভারত বায়োটেকে । তাঁকে সেখানে স্বাগত জানান ভারত বায়োটেকের আধিকারিকরা । ভারত বায়োটেক কোরোনার কোভ্যাকসিন তৈরি করছে ।
ভারত বায়োটেকের পর পুনের সিরাম ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী - corona update
আজ দেশের তিন জায়গা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রথমে যান গুজরাতের আহমেদাবাদে । সেখানকার জ়াইডাস ক্যাডিলায় যান তিনি । জ়াই়ডাস ক্যাডিলা কোরোনার ভ্যাকসিন তৈরি করছে । কোভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতেই আজ তিনটি শহরের তিন সেন্টার পরিদর্শন প্রধানমন্ত্রীর ।
আজ দেশের তিন জায়গা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রথমে যান গুজরাতে আহমেদাবাদে । সেখানকার জ়াইডাস ক্যাডিলায় যান তিনি । জ়াই়ডাস ক্যাডিলা কোরোনার ভ্যাকসিন তৈরি করছে । কোভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতেই আজ তিনটি শহরের তিন সেন্টার পরিদর্শন প্রধানমন্ত্রীর ।
জ়াইডাস ক্যাডিলা পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর দ্বিতীয় গন্তব্যস্থান হায়দরাবাদের ভারত বায়োটেক । এরপর পুনের সিরাম ইনস্টিটিউটে পৌঁছান তিনি । সেখানে কোরোনা ভ্যাকসিনের গবেষণা খতিয়ে দেখেন । বৈঠক করেন ইনস্টিটিউটের বিজ্ঞানী ও আধিকারিকদের সঙ্গে ।