পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Primary Teachers Recruitment : রাজ্যে শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ - West Bengal Board of Primary Education

2014 সালের প্রাথমিক টেট অনুযায়ী 2017 সালে প্রায় 15 হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । কিন্তু সেই নিয়োগে দেখা যায় একাধিক প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছে । সেই মামলাতেই 2017 সালে নিয়োগ হওয়া প্রায় 15 হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা তলব করা হয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে ৷ তবে জট কাটিয়ে চার বছর পর ফের শুরু হতে চলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ৷

Primary Teacher Recruitment
রাজ্যে শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ

By

Published : Nov 24, 2021, 6:16 PM IST

কলকাতা, 24 নভেম্বর : চার বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Recruitment of Primary Teachers) । সেই মতোই আজ 474 জনের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) । 738টি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু হবে বলে ঘোষণা করা হয়েছিল আগেই । সেই মেধা তালিকার 474 জন চাকরি প্রার্থীর নাম প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । জানা গিয়েছে যে যাঁদের নাম আজ প্রকাশিত হল, তাঁদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে । প্রাথীদের অফলাইনে আবেদন পত্র জমা দিতে বলা হয়েছিল। এরপরই তাঁদের ডাকা হয় স্ক্রুটিনির জন্য ।

2014 সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে এই পর্যায়ে যে 738টি শূন্যপদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে ৷

আরও পড়ুন : Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

টেট পরীক্ষা নিয়েও দীর্ঘদিন ধরেই চলেছে নানান জটিলতা । চলেছে একাধিক বিক্ষোভ সমাবেশ । প্রার্থীদের দাবি যে অনেকের ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা পেরিয়ে যাচ্ছে ৷ এই বিষয়টিকে ঘিরে নানা সময় বিক্ষোভ দেখিয়েছে প্রার্থীরা । ফলে অবশেষে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি প্রার্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details