ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ), 13 ডিসেম্বর: প্রাথমিক স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য উত্তরপ্রদেশের ফিরোজাবাদে (Primary School Student of Class 2 Died Due to Thrashing)৷ পরিবারের অভিযোগ, স্কুলে সহপাঠীদের বেধড়ক মারধরের ফলেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তে পাঠায় ৷
মৃত ছাত্র শিবম (10) শিকোহাবাদা থানার অন্তর্গত কিষানপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত ৷ ছেলের মৃত্যুতে বাবা বীরেন্দ্র সিং জানান, সোমবার স্কুলে কোনও বিষয় নিয়ে সহপাঠীদের সঙ্গে ঝগড়া হয়েছিল শিবমের ৷ যার জন্য তার সহপাঠীরা এত মারধর করে যে সোমবার সন্ধ্যায় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয় ৷ এরপর মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিবমের মৃত্যু হয় ৷
এদিন শিবমের মৃত্যুতে ক্ষুব্ধ পরিজনরা তার দেহ স্কুলের সামনে রেখে বিক্ষোভ দেখান ৷ তাঁরা ছাত্র মৃত্যুর দায় স্কুলের শিক্ষকদের উপর চাপান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷