রাঁচি, 10 ডিসেম্বর : গণপিটুনি রুখতে বিল আনছে ঝাড়খণ্ড সরকার (Jharkhand government to introduce Prevention of Lynching Bill) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 'প্রিভেনশন অফ লিঞ্চিং বিল'-এর (Prevention of Lynching Bill in Jharkhand) খসড়া তৈরির কাজ চলছে এবং রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনেই তা পেশ করা হবে (Prevention of Lynching Bill in Jharkhand to be introduced soon) ৷
ঝাড়খণ্ডের সংখ্যালঘু সম্প্রদায় মন্ত্রী হাফিজুল হাসান বলেন, "এটা সকলের জন্য প্রযোজ্য ৷ আইন প্রণয়নের কাজ চলছে ৷ ভবিষ্যতে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বন্ধ করতে এবং যারা এই ধরনের অপরাধমূলক কাজ করে, তাদের ভয় দেখিয়ে এধরনের কাজ থেকে বিরত রাখতে এই আইন আনা হবে ৷" আগের সরকারের সময়ে মানুষের মধ্যে ভয় খুব কম ছিল, জানালেন সংখ্যালঘু সম্প্রদায় মন্ত্রী ৷ তিনি আশাবাদী এই আইন কার্যকর হলে গণপিটুনির ঘটনা কমবে ৷
আরও পড়ুন : Singhu Border Lynching Case : সিঙ্ঘু সীমানায় যুবক খুনে ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত