ওয়াশিংটন, 24 এপ্রিল : ভারতের ভয়াবহ কোভিড সংকটের সমাধান খুঁজতে আমেরিকা ভারতের সঙ্গে সহযোগিতা করবে, জানিয়েছে আমেরিকার আধিকারিকরা ৷ ভারতকে ভ্যাকসিন-সহ বিভিন্ন জীবনদায়ী ওষুধ দিয়ে সাহায্য করার বিষয়ে বাইডেন সরকারের উপর চাপ সৃষ্টি করেছে আমেরিকার ইউএস চেম্বার্স-সহ বিভিন্ন মহল ৷
হোয়াউট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি শুক্রবার বলেছেন, "রাজনৈতিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা ভারতের এই বিপদে সমাধানের রাস্তা খুঁজছি ৷"
কোয়াড গোষ্ঠীর সদস্য হওয়ায় "ভারত কোয়াড গোষ্ঠীর অন্যতম সদস্য হওয়ায় ভ্যাকসিন উৎপাদন আর সরবরাহের ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে ৷ আমরা কোভ্যাকসের জন্য একশো কোটি ডলার দিয়েছি ৷ প্রথম থেকেই আমরা ভারতকে নানা ধরনের জরুরি ওষুধ, সামগ্রী পাঠিয়েছি ৷ আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি, কী ভাবে তাদের সাহায্য করতে পারি এই সময়ে ৷"
চিকিৎসক অ্যান্থনি ফসি, চিফ মেডিক্যাল অ্যাডভাইসর বলেন, "গতকাল ভারতে সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমণ হয়েছিল ৷ ওখানে ভেরিয়ান্টস তৈরি হয়েছে ৷ আমরা এখনও পুরোপুরি ভেরিয়ান্টসগুলো বুঝতে পারিনি আর তা প্রতিরোধে ভ্যাকসিনের ক্ষমতাও স্পষ্ট নয়, তবে বুঝতে পারছি তাদের ভ্যাকসিন দরকার ৷"
আমেরিকার সেন্ট্রার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ভারতের ওই একই এজেন্সির সঙ্গে কাজ করছে, জানান ফসি ৷ খুবই কঠিন পরিস্থিতি ৷ তাঁর মতে এর থেকে বেরবার একটাই রাস্তা ভ্যাকসিনেশন ৷
আরও পড়ুন: দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এনভি রামানা
হোয়াইট হাউজের কোভিড-19 রেসপন্স কোঅর্ডিনেটর জেফ জিয়েন্টস জানান যে ভারতের জনসাধারণের স্বাস্থ্য বিষয়ে আমেরিকা ভারতের কাছে অঙ্গীকারবদ্ধ ৷ তাঁর কথায়, "বিশ্বজুড়ে প্যানডেমিকে ভারতের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ ৷ তাই আমরা কোভ্যাক্সে এত টাকা বিনিয়োগ করেছি ৷ ভারতকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ ৷ আমাদের দেশে ভ্যাকসিনের সরবরাহ বাড়লেই আমরা তা ভারতে পাঠানোর উপায়গুলি খুঁজে পাব ৷"
ভারত থেকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে ভ্যাকসিনের প্রয়োজনীয় উপাদানগুলি পাঠানোর বিষয়ে আমেরিকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অনুরোধ জানানো হয়েছে আর চারিদিকে হাহাকর পড়ে গিয়েছে ৷ সেই নিষেধাজ্ঞা কি তোলা হবে, এ বিষয়ে নিশ্চিত করে কী বলছে বাইডেন প্রশাসন ?
এর উত্তরে স্টেট ডিপার্টমেন্ট ডেপুটি স্পোক্সপার্সন জালিনা পোর্টার সাংবাদিকদের জানান যে, ভারতে ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয় উপাদানগুলির বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তাঁর জানা নেই ৷ ভারতের কোভিড-19 পরিস্থিতি বিশ্বের জন্য চিন্তার বিষয় বলেও জানান তিনি ৷ তিনি বলেন, "সেক্রেটারি অফ স্টেট টনি ব্লিনকেন মঙ্গলবার ভারতের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছে যাতে এই দুটি দেশ একসঙ্গে সব দিক দিয়ে প্যানডেমিক সংকটের মোকাবিলা করতে পারে ৷" শুধুমাত্র বন্ধুদেশ ভারত নয়, বিশ্বজুড়ে বহু মানুষ মারা যাচ্ছেন জানিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷
তবে ভারতে জরুরি ওষুধ আর ভ্যাকসিন সরবরাহ করার বিষয়ে আমরা ভারতের সঙ্গে সব সময় কাজ করছি ৷
আমেরিকায় শক্তিশালী ইউএস চেম্বার্স অফ কমার্স, আইনি মহল আর ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও অন্যান্য মহলের চাপের মুখে পড়েই বাইডেন প্রশাসনে ভারতে সব রকম জীবন-দায়ী ওষুধ পাঠানোর ক্ষেত্রে আশ্বাস দিয়েছে ৷
ইউএস চেম্বার্স অফ কমার্স-এর উচ্চআধিকারিক মায়রন ব্রিলিয়ান্ট বলেন, "আমেরিকার প্রশাসনকে ভারত-ব্রাজিল সহ বিশ্বের অন্য সব ক্ষতিগ্রস্ত দেশগুলিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন-সহ অন্যান্য জীবনদায়ী ওষুধ, সামগ্রী পাঠানোর জন্য জোর দিয়ে জানিয়েছে ইউএস চেম্বার্স অফ কমার্স ৷" তিনি আরও জানান যে জুন মাস নাগাদ আমেরিকার প্রতিটি নাগরিককে ভ্যাকসিনেশনের জন্য দেশের ভ্যাকসিন উৎপাদন কেন্দ্রগুলি ভ্যাকসিন বানিয়ে ফেলতে পারবে ৷ তাই মজুত রাখা ভ্যাকসিন আমেরিকার দরকার নেই ৷