পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুদুচেরিতে জারি রাষ্ট্রপতি শাসন

পুদুচেরিতে জারি হল রাষ্ট্রপতি শাসন ৷ গত কয়েক সপ্তাহে পুদুচেরিতে পাঁচজন কংগ্রেস বিধায়ক এবং এক জন ডিএমকে বিধায়ক পদত্যাগ করেন ৷ এর ফলে সংখ্যালঘু হয়ে পড়ে পুদুচেরির ভি নারায়ণস্বামীর সরকার ৷ তাই আস্থাভোটেও জিততে পারেনি কংগ্রেস সরকার ৷

পুদুচেরিতে জারি রাষ্ট্রপতি শাসন
পুদুচেরিতে জারি রাষ্ট্রপতি শাসন

By

Published : Feb 25, 2021, 10:04 PM IST

পুদুচেরি, 25 ফেব্রুয়ারি : পুদুচেরিতে জারি হল রাষ্ট্রপতি শাসন ৷ সোমবার ওই রাজ্যে কংগ্রেস সরকারের আস্থাভোট ছিল ৷ কিন্তু শাসক দল আস্থাভোটে হেরে যায় ৷ তার পর বিজেপি ও তার সহযোগীরা সরকার গড়ার দাবি না জানানোয় সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হল ৷

গত কয়েক সপ্তাহে পুদুচেরিতে পাঁচজন কংগ্রেস বিধায়ক এবং এক জন ডিএমকে বিধায়ক পদত্যাগ করেন ৷ এর ফলে সংখ্যালঘু হয়ে পড়ে পুদুচেরির ভি নারায়ণস্বামীর সরকার ৷ তাই আস্থাভোটেও জিততে পারেনি কংগ্রেস সরকার ৷

এদিকে যে পাঁচজন কংগ্রেস ছেড়েছেন, তাঁদের মধ্যে দু’জন ইতিমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ আরও অনেকে সেই পথে পা বাড়াবেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ সেই কারণেই সম্ভবত পদত্যাগের সময় বিজেপির বিরুদ্ধে তাঁর সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত করার অভিযোগ তোলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী ৷

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে একমাত্র পুদুচেরিতেই কংগ্রেসের সরকার ছিল ৷ কিন্তু তাও গত কয়েক বছরে অন্তর্দ্বন্দ্বে দীর্ণ ছিল ৷ শেষ পর্যন্ত সেই অন্তর্কলহই প্রকাশ্যে চলে এল ৷

আরও পড়ুন :মুকেশ আম্বানির বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার

পুদুচেরিতে খুব শীঘ্রই বিধানসভা ভোট হবে ৷ সেখানকার সরকারের মেয়াদ এমনিতেই ফুরিয়ে এসেছিল ৷ কিন্তু তার আগে আস্থা ভোটে হার সেই প্রক্রিয়ায় অনেক বড় ধাক্কা দিল ৷

ABOUT THE AUTHOR

...view details