নয়াদিল্লি, 3 এপ্রিল : আইসিইউ থেকে বের করে স্পেশাল কেবিনে দেওয়া হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ৷ এই সপ্তাহের শুরুতে তাঁর বাইপাস সার্জারি হয় দিল্লির এইমসে ৷ অস্ত্রোপচারের পর থেকেই রাষ্ট্রপতিকে আইসিইউ-তে রাখা হয়েছিল ৷ আজ সকালে তাঁকে বিশেষ কেবিনে শিফট করা হয়েছে ৷ রাষ্ট্রপতি ভবন থেকে একটি টুইট করে এ কথা জানানো হয়েছে ৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷
শনিবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে একটি টুইট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আইসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা প্রতিনিয়ত উন্নতির দিকে যাচ্ছে ৷ চিকিৎসকরা সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন ৷ সেই সঙ্গে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা ৷’’ গত 30 মার্চ দিল্লির এইমস-এ বাইপাস সার্জারি হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৷ সেই অস্ত্রোপচারের পর গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি একটি বার্তাও দেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে ৷ যেখানে তিনি চিকিৎসকদের প্রশংসা করেন ৷ সেই সঙ্গে এও জানান, বাইপাস সার্জারির পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৷