দেরাদুন (উত্তরাখণ্ড), 11 ডিসেম্বর : ভারতীয় সেনা অ্যাকাডেমি (Indian Military Academy) থেকে 387 জন জেন্টলম্যান ক্যাডেট পাস করলেন ৷ শনিবার উত্তরাখণ্ডের দেরাদুনে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind at IMA) ৷ সেনার নিয়োগকারী আধিকারিক হিসেবে তিনি সেখানে গার্ড অফ অনার নেন ৷
এই অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল সদ্য প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ৷ কিন্তু গত 8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি ৷ তাই এদিনের অনুষ্ঠানে বারবার ঘুরে ফিরে এসেছে তাঁর প্রসঙ্গ ৷
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও নিজের ভাষণে প্রয়াত বিপিন রাওয়াতের স্মৃতিচারণ করেন (President Ramnath Kovind recalls Gen Bipin Rawat at Indian Military Academy Dehradun) ৷ জানান, বিপিন রাওয়াতের মতো আধিকারিকদের জন্যই ভারতের জাতীয় পতাকা সবসময় উঁচুতেই অবস্থান করে ৷ তিনি এই আইএমএ থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ সেই কারণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিনের উত্তীর্ণদের দেশের সুরক্ষায় সবরকম প্রতিকূলতার মধ্যে লড়াই করার আহ্বান জানান ৷