নয়াদিল্লি, 25 ডিসেম্বর :ক্রিসমাসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi greets Citizens of India on Merry Chirstmas) ৷ শনিবার সকালে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, "সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা ৷ আমরা যীশু খ্রিস্টের জীবন এবং মহৎ শিক্ষার কথা সবসময় স্মরণ করে থাকি, যা সেবা, দয়া এবং বিনম্রতার উপর সর্বোচ্চ জোর দিয়েছে। সকলে সুস্থ ও সমৃদ্ধ থাকুক। সম্প্রীতি বজায় থাকুক সর্বত্র।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, "সকল দেশবাসীকে এবং দেশে-বিদেশে থাকা সকল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে ক্রিসমাসের শুভেচ্ছা ৷ এই আনন্দের সময় আসুন আমরা যীশুখ্রিস্টের দেখানো পথে ন্যায় এবং স্বাধীন সমাজ গড়ে তুলি ৷"