পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Christmas greetings : দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর - দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ক্রিসমাসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi greets Citizens of India on Merry Chirstmas) ৷ শনিবার সকালে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ক্রিসমাসে দেশজুড়ে সম্প্রীতি বজায় রাখার বার্তাও দিলেন।

PM Christmas greetings
দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

By

Published : Dec 25, 2021, 10:40 AM IST

Updated : Dec 25, 2021, 10:59 AM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর :ক্রিসমাসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi greets Citizens of India on Merry Chirstmas) ৷ শনিবার সকালে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, "সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা ৷ আমরা যীশু খ্রিস্টের জীবন এবং মহৎ শিক্ষার কথা সবসময় স্মরণ করে থাকি, যা সেবা, দয়া এবং বিনম্রতার উপর সর্বোচ্চ জোর দিয়েছে। সকলে সুস্থ ও সমৃদ্ধ থাকুক। সম্প্রীতি বজায় থাকুক সর্বত্র।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, "সকল দেশবাসীকে এবং দেশে-বিদেশে থাকা সকল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে ক্রিসমাসের শুভেচ্ছা ৷ এই আনন্দের সময় আসুন আমরা যীশুখ্রিস্টের দেখানো পথে ন্যায় এবং স্বাধীন সমাজ গড়ে তুলি ৷"

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য় তথা দেশবাসীকে খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানালেন (Bengal Cheif Minister Mamata Banerjee greets on Christmas) ৷ একইসঙ্গে সেলিব্রেশন মুডে থাকা রাজ্যবাসীকে ওমিক্রন আবহে সতর্কও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি টুইটে লেখেন, "সকলকে মেরি ক্রিসমাস ৷ এই উৎসবের মরশুমে সকলের জীবন উষ্ণতা ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক ৷ ভাল মুহূর্ত তৈরি করুন তবে কোভিড প্রোটোকল মেনে ৷"

আরও পড়ুন : Jesus Worship at Ramakrishna Mission: খ্রিস্টের আরাধনা আসানসোল রামকৃষ্ণ মিশনে

সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

Last Updated : Dec 25, 2021, 10:59 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details