পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

2018 সালের 16 অগস্ট প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে সদৈব অটলে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য় মন্ত্রী, নেতারা ৷

ETV Bharat
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সমাধিস্থলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

By

Published : Aug 16, 2023, 9:55 AM IST

Updated : Aug 16, 2023, 10:26 AM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পঞ্চম মৃত্যুবার্ষিকী ৷ বুধবার সকালে সদৈব অটলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য নেতা-নেত্রীরা ৷ দেশের অন্যতম দূরদর্শী এই নেতার সমাধিস্থলে দেখা গেল মেয়ে নমিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামী রঞ্জন ভট্টাচার্যকেও ৷

সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে লেখেন, "140 কোটি ভারতীয়র সঙ্গে আমিও অটলজিকে তাঁর পুণ্য তিথিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম ৷ ভারত তাঁর নেতৃত্ব অভূতপূর্ব উন্নতি করেছিল ৷ আমাদের দেশের উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ একবিংশ শতকে বিভিন্ন সেক্টরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অবিস্মরণীয় ৷" 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন অটল বিহারি বাজপেয়ী ৷ তিনিই বিজেপির প্রথম প্রধানমন্ত্রী হন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 93 ৷

জীবনের প্রথম দিকেই তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন এবং পরে সক্রিয় সদস্য হয়ে ওঠেন ৷ ভারতীয় জনতা পার্টির সহ-প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী প্রথমবার প্রধানমন্ত্রী হন 1996 সালে ৷ সেবার তাঁর নেতৃত্বে গঠিত সরকার মাত্র 13 দিন টিকেছিল ৷ এরপর 1998 সালে তিনি ফের প্রধানমন্ত্রী হন ৷ 1999 সাল পর্যন্ত 13 মাস তিনি প্রধানমন্ত্রী ছিলেন ৷

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মোদির

এরপর 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত পাঁচ বছর অটল বিহারী বাজপেয়ী প্রথমবার পূর্ণ প্রধানমন্ত্রী হিসেবে আসীন ছিলেন ৷ তাঁর প্রধানমন্ত্রিত্বকালে 1998 সালে পোখরানে পরমাণু পরীক্ষা হয় ৷ ভারত-পাকিস্তান কার্গিল যুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন ৷ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এলওসিতে 'অপারেশন বিজয়'-এর ঘোষণা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷ সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ ৷

Last Updated : Aug 16, 2023, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details