নয়াদিল্লি, 16 অগস্ট: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পঞ্চম মৃত্যুবার্ষিকী ৷ বুধবার সকালে সদৈব অটলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য নেতা-নেত্রীরা ৷ দেশের অন্যতম দূরদর্শী এই নেতার সমাধিস্থলে দেখা গেল মেয়ে নমিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামী রঞ্জন ভট্টাচার্যকেও ৷
সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে লেখেন, "140 কোটি ভারতীয়র সঙ্গে আমিও অটলজিকে তাঁর পুণ্য তিথিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম ৷ ভারত তাঁর নেতৃত্ব অভূতপূর্ব উন্নতি করেছিল ৷ আমাদের দেশের উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ একবিংশ শতকে বিভিন্ন সেক্টরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অবিস্মরণীয় ৷" 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন অটল বিহারি বাজপেয়ী ৷ তিনিই বিজেপির প্রথম প্রধানমন্ত্রী হন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 93 ৷