নয়াদিল্লি, 14 অগস্ট : বাদল অধিবেশনে (Monsoon Session) সংসদ সুষ্ঠুভাবে চলেনি ৷ লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha) অচল হয়েছিল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ সরকার পক্ষের দাবি, বিরোধীরা সংসদ চলতে দেয়নি ৷ বিরোধীরা পালটা দাবি করে যে সংসদকে সুষ্ঠুভাবে চালানোর সদিচ্ছা নেই নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের ৷
এবার এই ইস্যুতে মুখ খুললেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ সংসদকে সুষ্ঠুভাবে চালানোর বার্তা দিলেন তিনি ৷ দেশের সাংসদদের মনে করালেন যে সংসদ হল গণতন্ত্রের মন্দির ৷ এখানে আলোচনা হতে পারে ৷ বিতর্ক হতে পারে ৷ আবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ কিন্তু সবটাই হতে হবে দেশের মানুষের ভাল করার উদ্দেশ্য নিয়ে ৷
আরও পড়ুন :Ramnath Kovind : টোকিয়োর সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
আগামিকাল 75 তম স্বাধীনতা দিবস ৷ 74 বছর পেরিয়ে 75-এ পা রাখছে স্বাধীন ভারত ৷ শনিবার সেই উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেখানেই সংসদ সুষ্ঠুভাবে চালানোর বার্তা দিলেন রাষ্ট্রপতি (President of India) ৷
একই সঙ্গে নতুন সংসদ ভবন (Central Vista) তৈরির প্রসঙ্গও তুললেন ৷ স্বাধীনতার 75 তম বর্ষে সংসদের নতুন ভবন তৈরি হওয়া গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেছেন নিজের ভাষণে ৷ এছাড়া সরকারের সাফল্যের নানা খতিয়ানও তিনি তুলে ধরেন ৷