নয়াদিল্লি, 30 জুন :রাষ্ট্রপতির বেতন, আর রাষ্ট্রপতির আয়কর ৷ হঠাৎই এই দু’টি বিষয়ে কৌতূহল বেড়েছে ভারতের আমআদমির ৷ ভার্চুয়াল দেওয়ালজুড়ে শুধুই চুল চেরা বিশ্লেষণ ৷ এর কারণ লুকিয়ে রাষ্ট্রপতির একটি মন্তব্যে ৷ গত শুক্রবার উত্তরপ্রদেশের ঝিনঝক রেল স্টেশনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) বলেছিলেন, তাঁর মাস মাইনের অর্ধেকের বেশিই চলে যায় কর মেটাতে ৷
আর এখানেই শুরু হয়েছে বিতর্ক ৷ সত্যিই কি রাষ্ট্রপতিকে এত টাকা কর হিসাবে দিতে হয় ? কেউ কেউ বলেই দিচ্ছেন, রাষ্ট্রপতির আয় নাকি করছাড়ের আওতাভুক্ত ৷ যদিও এই তথ্য সঠিক নয় বলেই দাবি বিশেষজ্ঞদের ৷ তাঁরা বলছেন, রাষ্ট্রপতিকেও কর দিতে হয় বইকী ৷
আরও পড়ুন :Ram Nath Kovind : কেন এমন বললেন রাষ্ট্রপতি...
যে আইনের উল্লেখ করে নেট নাগরিকদের একাংশ দাবি করেছেন, রাষ্ট্রপতির বেতন করছাড়ের আওতাভুক্ত, সেটি 1951 সালের (President’s Emoluments and Pensions Act, 1951) ৷ সেই আইন মোতাবেক এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করার পর দেশের বর্তমান রাষ্ট্রপতির মাসিক বেতন 5 লাখ ৷ কিন্তু পুরনো বেশ কিছু তথ্যে রাষ্ট্রপতির বেতন করছাড়ের আওতাভুক্ত বলে দাবি করা হলেও বিষয়টা ঠিক তেমন নয় ৷
1951 সালের সংশ্লিষ্ট আইনের কোথাও, কোনও ধারায় বলা নেই যে রাষ্ট্রপতি তাঁর বেতনে করছাড়ের সুবিধা পাবেন ৷ বিশেষজ্ঞরা বলছেন, করের আওতায় পড়লে সবাইকেই আয়কর দিতে হয় ৷ আর আয়করের স্ল্যাবে না পড়লেও অর্থাৎ বার্ষিক আয় 5 লাখ টাকার কম হলেও প্রত্যেককে ইনকাম ট্য়াক্স রিটার্ন (ITR) ফাইল করতে হয় ৷