হায়দরাবাদ/নয়াদিল্ল, 5 সেপ্টেম্বর:দেশের নাম বদল করে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার ৷ ইন্ডিয়া থেকে নাম ভারত করা হতে পারে ৷ চলতি মাসের 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে বসতে চলেছে বিশেষ অধিবেশন ৷ সেই অধিবেশনেই এই নিয়ে রেজোলিউশন পাশ করানো হতে পারে বলে সরকারের একটি সূত্র থেকে জানতে পেরেছে ইটিভি ভারত ৷
এই বিষয়টি সামনে আসতেই হইচই পড়েছে দেশজুড়ে ৷ কংগ্রেসের তরফে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করা হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, জি20 শীর্ষ সম্মেলনের আয়োজিত নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ ৷ সাধারণত এই ধরনের আমন্ত্রণে লেখা হয় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ ৷ তিনি আরও বলেন, "এখন, সংবিধানের অনুচ্ছেদ 1 পড়া হতে পারে : 'ভারত, যা ইন্ডিয়া ছিল, রাজ্যগুলির একটি ইউনিয়ন (ইউনিয়ন অফ স্টেটস) হবে ৷' কিন্তু এখন এই ‘রাজ্যগুলির ইউনিয়ন’ আক্রমণের মধ্যে রয়েছে ।"
উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধীরা ৷ 26টি দল একছাতার তলায় এসে নতুন জোট তৈরি করেছে ৷ যে জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ এই নিয়ে বিরোধীদের সমালোচনাও করেছে বিজেপি ৷ এখন দেশের নাম বদলের বিষয়টি আসায় বিরোধীরা দাবি করছে যে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷