নয়াদিল্লি, 15 অগস্ট: দেশের স্বাধীনতা দিবস 75 বছর পূর্ণ করে 76-এ পা রাখল৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, আরও নেতা-নেত্রীরা(President Murmu, PM Modi, Sonia and Rahul Gandhi greets nation on 76 Indepence Day) ৷
দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, "স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমার শুভেচ্ছা ৷ দেশের সেনা বাহিনী, প্রবাসী ভারতীয়, যাঁরা মাতৃভূমিকে গর্বিত করেছেন তাঁদেরও ৷"
লালকেল্লায় দেশের পতাকা উত্তোলনের আগে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন,"স্বাধীনতা দিবসে দেশবাীকে হার্দিক শুভকামনা জানাই ৷ জয় হিন্দ !"
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি একটি বিবৃতিতে জানান, "স্বতন্ত্রতার 75 বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আপনাদের সবাইয়ের জন্য শুভকামনা রইল ৷" এই বিবৃতিতে তিনি মোদি সরকারের সমালোচনা করে লেখেন, "বিগত 75 বছরে আমরা যা কিছু অর্জন করেছি, আজ আত্মমুগ্ধ সরকার স্বাধীনতার সংগ্রামীদের মহান বলিদান এবং দেশের গৌরবশালী উপলব্ধিকে তুচ্ছ করতে উঠেপড়ে লেগেছে ৷"