পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gandhi-Shastri Birth Anniversary: মহাত্মা গান্ধি ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

আজ দেশের দুই মহান নেতার জন্মদিন ৷ একদিকে জাতির জনক, অন্যদিকে লালবাহাদুর শাস্ত্রী ৷ তাঁদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ৷ রাজঘাটে এলেন সোনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়গে (Paying homage to Mahatma Gandhi and Lal Bahadur Shastri Ji) ৷

Mahatma Gandhi and Lal Bahadur Shastri Birthday
ETV Bharat

By

Published : Oct 2, 2022, 9:14 AM IST

Updated : Oct 2, 2022, 9:45 AM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: মহাত্মা গান্ধির 153তম জন্মদিবস এবং ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও 118তম জন্মদিন ৷ তাই সকাল সকাল রাজঘাট ও লালবাহাদুর শাস্ত্রীর সমাধিক্ষেত্রে গিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ৷

মোহনদাস করমচাঁদ গান্ধি 1869 সালে গুজরাতের পোরবন্দরে এবং লালবাহাদুর শাস্ত্রী 1904 সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন ৷ প্রধানমন্ত্রী মোদি দেশের দুই নেতাকে নিয়ে টুইট করেন ৷ জাতির জনককে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "গান্ধি জয়ন্তীতে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাই ৷ ভারতে আজাদি কা অমৃত মহোৎসব চলছে ৷ তাই গান্ধি জয়ন্তী বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ বাপুর আদর্শগুলি বেঁচে থাকুক ৷ গান্ধিজির প্রতি শ্রদ্ধা জানাতে আমি সবাইকে আর্জি জানাচ্ছি খাদি এবং হস্তশিল্প সামগ্রী কিনুন ৷"

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি খাড়গে-থারুর, গান্ধিরা থাকবেন নিরপেক্ষ !

ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে নিয়ে দুটো টুইট করেন প্রধানমন্ত্রী ৷ একটি টুইট করে তিনি লেখেন, "লালবাহাদুর শাস্ত্রীজি (Lal Bahadur Shastri Ji) একজন সহজ সরল মানুষ ছিলেন ৷ তিনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারতেন ৷ এই জন্য দেশের সবাই তাঁকে ভালোবাসতেন ৷ আমাদের দেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কঠিন নেতৃত্ব চিরস্মরণীয় ৷ তাঁর জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই ৷"

এর সঙ্গে আরও একটি টুইট করে লালবাহাদুর শাস্ত্রীর গ্যালারির কয়েকটি ছবি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "আজ শাস্ত্রীজির জয়ন্তী ৷ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে (Pradhanmantri Sangrahalaya in Delhi) তাঁর গ্যালারির কয়েক ঝলক এখানে শেয়ার করলাম ৷ এখানে তাঁর জীবন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি কী করে গিয়েছেন, তা তুলে ধরা হয়েছে ৷" মিউজিয়ামটা ঘুরে দেখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী ৷

এদিকে ভারতীয় রাজনীতির আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র কে কামরাজেরও আজ জন্মদিন । কংগ্রেসের সভাপতি হিসেবে তাঁর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আজও চর্চা হয় । ছয়ের দশকে কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজাতে তিনি 'কামরাজ প্ল্যানের' সূচনা করেন । সেই মতো কেন্দ্রের বেশ কয়েকজন মন্ত্রী এবং বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী সরকার থেকে পদত্যাগ করে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেন । জন্মদিনে কামরাজকে কংগ্রেসের তরফে শ্রদ্ধা জানানো হয়েছে ।

আরও পড়ুন: Cong Prez Polls: এক ব্যক্তি এক পদে মান্যতা, রাজ্যসভার বিরোধী দলনেতার পদ ছাড়লেন খাড়গে

Last Updated : Oct 2, 2022, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details