পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coromandel Express Accident: ট্রেন দুর্ঘটনায় সব রকম সাহায্যের আশ্বাস মোদির, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর - president murmu pm modi and amit shah

ওড়িশায় বালাসোরে দুর্ঘটনার কবলে শালিমার থেকে চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস ৷ আহত সাড়ে 300 ৷ মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 50 ৷ শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Etv Bharat
ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ

By

Published : Jun 2, 2023, 11:08 PM IST

বালাসোর, 2 জুন:ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েছে শালিমার থেকে চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস । ওড়িশার বালাসোরের কাছে শুক্রবার সন্ধ্যায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফেল লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ৷

এই দুর্ঘটনায় টুইট বার্তায় দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন,"ওড়িশার বালাসোরে একটি দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ৷ ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি ৷ উদ্ধার অভিযানের সফলতা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

প্রধানমন্ত্রী টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, "ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত ৷ এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, মৃতের সংখ্যা বেড়ে 50


একইভাবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, "ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা গভীর বেদনাদায়ক । এনডিআরএফ দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং অন্যান্য দলগুলিও উদ্ধার অভিযানে যোগ দিতে পৌঁছেছে । শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"


প্রসঙ্গত, শুক্রবার দুপুর 3টে 15 মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস । ট্রেনটি নির্দিষ্ট সময়েই খড়গপুর পৌঁছয় । এরপর পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া 5 নাগাদ । সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালাসোরে । তারপর সেই স্টেশন থেকে ছেড়ে যেতেই বাহাঙ্গা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা

ABOUT THE AUTHOR

...view details