নয়াদিল্লি, 18 অগস্ট: দেশের 77তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোমবার তাঁর ভাষণে দেশের স্বাধানতা সংগ্রাম ও সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি, দেশের বর্তমান অগ্রগতির কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি ৷ মাতঙ্গিনী হাজরা, কণকলতা বড়ুয়ার কথাও এদিন উঠে আসে দ্রৌপদী মুর্মুর ভাষণে ৷ এদিন জাতীয় শিক্ষানীতিরও প্রশংসা করেন তিনি ৷
একনজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রপতির ভাষণের প্রধান 10টি বিষয়:
1. রাষ্ট্রপতি এদিন দেশের ঐতিহ্য ও সংবিধানের কথা তুলে ধরে বিবিধতার মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন ৷ মনে করিয়ে দিয়েছেন জাতি, ধর্ম, ভাষার ফারাক থাকলেও আমাদের প্রধান পরিচয়, আমরা আগে ভারতীয় ৷ এই দেশে আমাদের সকলের সমানাধিকার, সমান দায়িত্ব ও সমান সুযোগ রয়েছে ৷
2. এদিন নয়া জাতীয় শিক্ষানীতির প্রশংসা করেছেন রাষ্ট্রপতি ৷ জানিয়েছেন, এরফলে সামাজিক ক্ষমতায়ন ও পড়ুয়াদের শিক্ষার মান বাড়বে ৷ পাশাপাশি, এদিন সংবিধানকে প্রত্যেক দেশবাসীর অভিভাবক বলেও উল্লেখ করেন তিনি ৷ দেন সৌহার্দ্র ও সৌভাতৃত্বের বার্তা ৷
3. রাষ্ট্রপতির দাবি, বিশ্বের অন্যান্য দেশে মুদ্রাস্ফীতি একটি চিন্তার বিষয় হলেও ভারত সরকার ও আরবিআই এদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ৷ সরকার মূল্যবৃদ্ধি থেকে দেশ বাসীকে সুরাহা দিতে ও গরিবদের নিরাপত্তা দিতে সফল হয়েছে বলেও জানান তিনি ৷